"হোক আলিঙ্গন "
1 min read
দেবাঞ্জলী
চক্রবর্তী :– নীতি
পুলিশের দাদাগিরির বিরুদ্ধে ফের প্রতিবাদে সামিল
কলকাতার বহু মানুষ।সেই সঙ্গে মেট্রো
রেলওয়ে কর্তৃপক্ষও জানান, তাঁরাও নীতি
পুলিশির বিরুদ্ধে । ফেসবুকে
মেট্রো রেলের পেজ–এ
তাঁরা লিখেছেন, “একটা কথা স্পষ্ট
করে জানানো ভাল, মেট্রো
রেলওয়ে নীতি পুলিশির বিপক্ষে।”গত সোমবার এক
যুগল তরুণ তরুণীকে গণ
প্রহারের স্বীকার হতে হয় এক
দল প্রবীণদের হাতে। তাদের
মতে দোষ যুগল আলিঙ্গন
রত ছিলেন তাই।
চক্রবর্তী :– নীতি
পুলিশের দাদাগিরির বিরুদ্ধে ফের প্রতিবাদে সামিল
কলকাতার বহু মানুষ।সেই সঙ্গে মেট্রো
রেলওয়ে কর্তৃপক্ষও জানান, তাঁরাও নীতি
পুলিশির বিরুদ্ধে । ফেসবুকে
মেট্রো রেলের পেজ–এ
তাঁরা লিখেছেন, “একটা কথা স্পষ্ট
করে জানানো ভাল, মেট্রো
রেলওয়ে নীতি পুলিশির বিপক্ষে।”গত সোমবার এক
যুগল তরুণ তরুণীকে গণ
প্রহারের স্বীকার হতে হয় এক
দল প্রবীণদের হাতে। তাদের
মতে দোষ যুগল আলিঙ্গন
রত ছিলেন তাই।
প্রহারের সাথে বহু অশালীন
কটুক্তি ও শুনতে হয়
তাদের। আর
এরই প্রতিবাদে আজ দুপুর 12 টায়
মহানায়ক উওম কুমার মেট্রো
স্টেশনে। কড়া
রোদ উপেক্ষা করেও আজ সব
স্তরের মানুষ জমায়েত হয়েছিল
এই প্রতিবাদ মিছিলে প্লাকার্ড নিয়ে
মুখে স্লোগান “হোক আলিঙ্গন “।
প্রতিবাদীরা একে অপরকে আলিঙ্গন
করে বিক্ষোভ দেখান, সমাজের সামনে
এই সঙ্কীর্ণ মানসিকতার
পরিবর্তন করতে, যে
একে অপরকে আলিঙ্গন করা
অশালীন নয় বা কোনও
অপরাধ ও নয়।
এদিন প্রতিবাদী কিছু তরুণ তরুণীকে
বলতেও শোনা যায় ‘ বন্ধুত্বের মধ্যে লিঙ্গভেদ থাকে
না। এই
সঙ্কীর্ণতা কাটিয়ে উঠুক আমাদের
চারপাশের মানুষ” । যথার্থই
এই তিলোত্তমা শহর সমাজের এই
সঙ্কীর্ণ মানসিকতায় অভ্যস্ত নয় কারন আলিঙ্গন
অপরাধ ও অশালীন নয়
। এদিন অবশ্য
কোনও নীতি পুলিশদের
দেখা মেলেনি তবে মেট্রো
কর্তৃপক্ষ জানিয়েছেন এখনও অবধি কোন
অভিযোগ দায়ের হয়নি তবে
তারা তদন্ত করে দেখবেন এই
বিষয়টি।
কটুক্তি ও শুনতে হয়
তাদের। আর
এরই প্রতিবাদে আজ দুপুর 12 টায়
মহানায়ক উওম কুমার মেট্রো
স্টেশনে। কড়া
রোদ উপেক্ষা করেও আজ সব
স্তরের মানুষ জমায়েত হয়েছিল
এই প্রতিবাদ মিছিলে প্লাকার্ড নিয়ে
মুখে স্লোগান “হোক আলিঙ্গন “।
প্রতিবাদীরা একে অপরকে আলিঙ্গন
করে বিক্ষোভ দেখান, সমাজের সামনে
এই সঙ্কীর্ণ মানসিকতার
পরিবর্তন করতে, যে
একে অপরকে আলিঙ্গন করা
অশালীন নয় বা কোনও
অপরাধ ও নয়।
এদিন প্রতিবাদী কিছু তরুণ তরুণীকে
বলতেও শোনা যায় ‘ বন্ধুত্বের মধ্যে লিঙ্গভেদ থাকে
না। এই
সঙ্কীর্ণতা কাটিয়ে উঠুক আমাদের
চারপাশের মানুষ” । যথার্থই
এই তিলোত্তমা শহর সমাজের এই
সঙ্কীর্ণ মানসিকতায় অভ্যস্ত নয় কারন আলিঙ্গন
অপরাধ ও অশালীন নয়
। এদিন অবশ্য
কোনও নীতি পুলিশদের
দেখা মেলেনি তবে মেট্রো
কর্তৃপক্ষ জানিয়েছেন এখনও অবধি কোন
অভিযোগ দায়ের হয়নি তবে
তারা তদন্ত করে দেখবেন এই
বিষয়টি।