ভোট প্রচারে জেলা পরিষদের ১৮ নম্বর আসনে তৃনমূল প্রার্থী অসীম ঘোষের কালবৈশাখী ঝড় চলছে
1 min read
সুচন্দন কর্মকার বর্তমানের কথা কালিয়াগঞ্জ ঃ- ভোট প্রচারে বিরোধীদের কয়েক কদম পিছনে ফেলে দিলেন কালিয়াগঞ্জের শাসক দলের জনপ্রিয় নেতা অসীম ঘোষ ।দীঘদিন রাজনিতির ময়দানে দাঁপিয়ে বাড়ানো কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বাসিন্দা অসীম ঘোষ এবারে প্রথম ভোট ময়দানে দলীয় নেতা কর্মীদের
আবদারে ভোটযুদ্ধে নেমে প্রক্তন জেলা তৃনমূল সভাপতি অসীম ঘোষ কালিয়াগঞ্জে জেলা পরিষদের ১৮ নম্বর আসনে প্রার্থী হয়েছেন ।মনোনয়ন জমার অনেক আগেই অসীম ঘোষ নেমে পড়েছিলেন ভোট প্রচারে ।১৯৯৮ সালে তৃনমূল প্রতিষ্টার সাথেই মমতা ব্যানার্জীর অনুগামী অসীম ঘোষ কালিয়াগঞ্জের দলের প্রথম ব্লক সভাপতির
দায়িত্ব কাধে নেয়।
আবদারে ভোটযুদ্ধে নেমে প্রক্তন জেলা তৃনমূল সভাপতি অসীম ঘোষ কালিয়াগঞ্জে জেলা পরিষদের ১৮ নম্বর আসনে প্রার্থী হয়েছেন ।মনোনয়ন জমার অনেক আগেই অসীম ঘোষ নেমে পড়েছিলেন ভোট প্রচারে ।১৯৯৮ সালে তৃনমূল প্রতিষ্টার সাথেই মমতা ব্যানার্জীর অনুগামী অসীম ঘোষ কালিয়াগঞ্জের দলের প্রথম ব্লক সভাপতির
দায়িত্ব কাধে নেয়।
প্রিয়রঞ্জনের খাসতালুক কালিয়াগঞ্জে মমতার নয়া দলকে প্রতিষ্টার কড়া চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাম জামানায় অসীম ঘোষ অনেক ঘাত,প্রতিঘাত সামলে দলকে প্রতিষ্টা দেয় এই ব্লকে,এর সুফল হিসাবে।অসীম ঘোষ ২০০৮ সালে উত্তর দিনাজপুরে জেলা তৃনমূল সভাপতির দায়িত্ব পায়, ফেড় নয়া চ্যালেঞ্জ নিয়ে এই জেলায় দলকে ছাড়িয়ে দিতে সক্ষম হন অসীম ঘোষ,২০১১ বিধানসভায় অসীম ঘোষের জেলা সভাপতিকে ইটাহারে অমল আচার্য্য
এবং ইসলাপুরের আব্দুল করিম চৌধুরী তৃনমূলের হয়ে জয়ী হয়েছিলেন।
এবং ইসলাপুরের আব্দুল করিম চৌধুরী তৃনমূলের হয়ে জয়ী হয়েছিলেন।
২০১২ ফেব্রুয়ারি পর্যন্ত তৃনমূল জেলা সভাপতি
থাকা অসীম ঘোষ এখন প্রদেশ তৃনমূল সম্পাদক
পদে আছেন, পাশাপাশি রাজ্যে উদ্বাস্তুু কল্যান পষর্দের সদস্য, এই জেলার সাথে উত্তরবঙ্গে শাসক দলের নেতাদের মধ্যে একজন অসীম ঘোষ, কালিয়াগঞ্জের তরঙ্গপুর
এর বাসিন্দা অসীম ঘোষ ছাত্র জিবনেই রাজনীতির সংস্পর্শে
আসেন,তরঙ্গপুরের ঘোষ পরিবার স্বাধীনতা আন্দলনের সাথে যুক্ত ছিল সরাসরি অসীম ঘোষের দাদু স্বগীয় সতীশ চন্দ্র ঘোষ স্বদেশী
আন্দোলনের সাথে যুক্ত এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন।সরকারী আইনে জমিদারি প্রথা বিলুপ্তির আগে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে জমিদারি ছিল ঘোষ পরিবারের স্বাধীনতা সংগ্রাম সতীশ চন্দ্র ঘোষ অভিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার জেলা ইউনিয়ান বোর্ডে ১৫ বছর সহ সভাপতি ছিলেন এই ঘোষ পরিবারের সন্তান অসীম ঘোষর রক্তেই রয়েছে রাজনীতি, এই নেশায় ছাত্র জীবন থেকেই ছাত্র পরিষদে যুক্ত পড়ে যুব কংগ্রেস
পড়ে এই যুব কংগ্রেসে থাকা অবস্থায় মমতা ব্যানর্জীর হাত ধড়ে প্রথম দিন থেকেই তৃনমূলের একনিষ্ট সৈনিক,।
থাকা অসীম ঘোষ এখন প্রদেশ তৃনমূল সম্পাদক
পদে আছেন, পাশাপাশি রাজ্যে উদ্বাস্তুু কল্যান পষর্দের সদস্য, এই জেলার সাথে উত্তরবঙ্গে শাসক দলের নেতাদের মধ্যে একজন অসীম ঘোষ, কালিয়াগঞ্জের তরঙ্গপুর
এর বাসিন্দা অসীম ঘোষ ছাত্র জিবনেই রাজনীতির সংস্পর্শে
আসেন,তরঙ্গপুরের ঘোষ পরিবার স্বাধীনতা আন্দলনের সাথে যুক্ত ছিল সরাসরি অসীম ঘোষের দাদু স্বগীয় সতীশ চন্দ্র ঘোষ স্বদেশী
আন্দোলনের সাথে যুক্ত এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন।সরকারী আইনে জমিদারি প্রথা বিলুপ্তির আগে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে জমিদারি ছিল ঘোষ পরিবারের স্বাধীনতা সংগ্রাম সতীশ চন্দ্র ঘোষ অভিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার জেলা ইউনিয়ান বোর্ডে ১৫ বছর সহ সভাপতি ছিলেন এই ঘোষ পরিবারের সন্তান অসীম ঘোষর রক্তেই রয়েছে রাজনীতি, এই নেশায় ছাত্র জীবন থেকেই ছাত্র পরিষদে যুক্ত পড়ে যুব কংগ্রেস
পড়ে এই যুব কংগ্রেসে থাকা অবস্থায় মমতা ব্যানর্জীর হাত ধড়ে প্রথম দিন থেকেই তৃনমূলের একনিষ্ট সৈনিক,।
৫০ বছর বয়সী অসীম ঘোষ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতৃত্ব দিয়ে দলীয় প্রার্থীদের জয় এনেছেন, এই বছর নিজের পালা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের শাসক দলের প্রার্থী তালিকা এবছর অসীম ঘোষ অন্যতম মুখ,সকলের প্রত্যাশা
অসীম ঘোষের জয়, তাই চাপ অনেক বেশী,সেই চাপ নিয়ে অসীম ঘোষ দিনে রাত ছুটছেন
হাতের তালুর মতো চেনা কালিয়াগঞ্জের ১৮ নাম্বার জেলা পরিষদের প্রতিটি গ্রামে,শাসক দলের বড়মাপের নেতা হলেও দুনীতির ছোয়া থেকে এখনো নিজেকে বাচিয়ে রাখতে সক্ষম হওয়া অসীম ঘোষের লড়াই কিন্তু যথেষ্ট কঠিন,উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই আসনে সিপিএম জয়ী হয়েছিল ২০১৩ সালে এবারে ফেড় সিপিএম প্রার্থী বিদায়ী সদস্য উষা রানী সরকারের
স্বামী লাবন্য সরকার এছাড়াও এই আসনে এবারে কংগ্রেস প্রার্থী হয়েছেন কামাক্ষা তেওয়ারি,কংগ্রেস প্রাথী যথেষ্ট পরিচিত সুনাম, এই অসনে বিজেপি প্রার্থী
হয়েছেন এই জেলাপরিষদ কেন্দ্রিক গঠিত দলের মন্ডল সভাপতি কমল চন্দ্র সরকার
অর্থাৎ বিরোধী তিন প্রর্থীর সাথে লড়াই করে এবারে জয়ের মাধ্যেমে নিজের সম্মান রক্ষার লড়াই তৃনমূল প্রার্থী অসীম ঘোষ এর, ভোট প্রচারে বিরোধীদের
বহু পিছনে ফেলে দিয়েছেন তৃনমূল প্রার্থী।এই প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন অসীম ঘোষ তার পরিচিত ও জনপ্রিয়তার কারনে। কিন্তু এই প্রচারে ভোট বাক্সে কতটা
প্রতিফলিত হল তা জানতে অপেক্ষা ১৭ মে পর্যন্ত । কিন্তু ভোট প্রচারে এখন অসীম ঘোষের কালবৈশাখী ঝড় চলছে ।
অসীম ঘোষের জয়, তাই চাপ অনেক বেশী,সেই চাপ নিয়ে অসীম ঘোষ দিনে রাত ছুটছেন
হাতের তালুর মতো চেনা কালিয়াগঞ্জের ১৮ নাম্বার জেলা পরিষদের প্রতিটি গ্রামে,শাসক দলের বড়মাপের নেতা হলেও দুনীতির ছোয়া থেকে এখনো নিজেকে বাচিয়ে রাখতে সক্ষম হওয়া অসীম ঘোষের লড়াই কিন্তু যথেষ্ট কঠিন,উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই আসনে সিপিএম জয়ী হয়েছিল ২০১৩ সালে এবারে ফেড় সিপিএম প্রার্থী বিদায়ী সদস্য উষা রানী সরকারের
স্বামী লাবন্য সরকার এছাড়াও এই আসনে এবারে কংগ্রেস প্রার্থী হয়েছেন কামাক্ষা তেওয়ারি,কংগ্রেস প্রাথী যথেষ্ট পরিচিত সুনাম, এই অসনে বিজেপি প্রার্থী
হয়েছেন এই জেলাপরিষদ কেন্দ্রিক গঠিত দলের মন্ডল সভাপতি কমল চন্দ্র সরকার
অর্থাৎ বিরোধী তিন প্রর্থীর সাথে লড়াই করে এবারে জয়ের মাধ্যেমে নিজের সম্মান রক্ষার লড়াই তৃনমূল প্রার্থী অসীম ঘোষ এর, ভোট প্রচারে বিরোধীদের
বহু পিছনে ফেলে দিয়েছেন তৃনমূল প্রার্থী।এই প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন অসীম ঘোষ তার পরিচিত ও জনপ্রিয়তার কারনে। কিন্তু এই প্রচারে ভোট বাক্সে কতটা
প্রতিফলিত হল তা জানতে অপেক্ষা ১৭ মে পর্যন্ত । কিন্তু ভোট প্রচারে এখন অসীম ঘোষের কালবৈশাখী ঝড় চলছে ।