আমরা বাংলার জমি ছারছি না-প্রচারে অর্পিতা
1 min read
মনোজ সরকার ঃ– কুলহরি চৌরঙ্গি তে
আজ পথ সভায় উপস্থিত
মাননীয় মন্ত্রী
গৌতম দেব, বালুরঘাট সাংসদ
অর্পিতা ঘোষ,
দঃ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব
মিত্র। সাংসদ
অর্পিতা ঘোষ অাজ সভার
বক্তিতায় প্রথমেই বলেন বিজেপির মতো
একটি দল যারা ভারতবর্ষকে
শেষের দিকে নিয়ে যাচ্ছে
তাদের সম্পর্কে সাবধান। তিনি
বক্তিতায় তুলে ধরেন যে
যারা উস্কানি মূলক বক্তিতা দিচ্ছে
তারা সাবধান। বাংলার
মাটি দুর্জয় ঘাটি,বুঝে
নিক দুরবৃত্ত। আমরা
জমি ছাড়ছি না।
বাংলার মানুষ বিজেপীকে কোন
দিনও মেনে নেবে না। তিনি
বলেন বিজেপি ভোট চাইতে
এলে বলবেন ১৪ই মে
এর পরদিন অাসবেন চা
খাওয়াবো। অাপাতত
নমস্কার বলে তাদের বাড়িতে
পাঠিয়ে দিন। অার
বামফ্রন্ট এলে দরজাটা খুলে
বলুন ৩৪ বছর বিশ্রাম
নিন, ৩৪ বছর পর
দেখা হবে। তিনি
পথসভায় বলেন চোখ খুলে
শুধু ঘাসফুল দেখুন।মমতা ব্যানার্জী অার
ঘাসফুল এই ছাড়া পশ্চিমবঙ্গে
আর কিছু নেই।
উন্নয়নের সাথী মমতা ব্যানার্জী। তার
হাত শক্ত করতে হবে। বাংলাকে
অারো এগিয়ে নিয়ে যেতে
হবে। সাফানগর
অঞ্চল এ সবকটি অাসন
জেতানোর আহ্বান জানালেন।
শেষ করলেন বক্তিতা।
শেষ হতে না হতেই
অনুরোধ এল গান গাইবার
এবার তিনি সাংসদ নন
নাট্যকার অর্পিতা ঘোষ গান এর
মাধ্যমে সবার মন জয়
করলেন।
আজ পথ সভায় উপস্থিত
মাননীয় মন্ত্রী
গৌতম দেব, বালুরঘাট সাংসদ
অর্পিতা ঘোষ,
দঃ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব
মিত্র। সাংসদ
অর্পিতা ঘোষ অাজ সভার
বক্তিতায় প্রথমেই বলেন বিজেপির মতো
একটি দল যারা ভারতবর্ষকে
শেষের দিকে নিয়ে যাচ্ছে
তাদের সম্পর্কে সাবধান। তিনি
বক্তিতায় তুলে ধরেন যে
যারা উস্কানি মূলক বক্তিতা দিচ্ছে
তারা সাবধান। বাংলার
মাটি দুর্জয় ঘাটি,বুঝে
নিক দুরবৃত্ত। আমরা
জমি ছাড়ছি না।
বাংলার মানুষ বিজেপীকে কোন
দিনও মেনে নেবে না। তিনি
বলেন বিজেপি ভোট চাইতে
এলে বলবেন ১৪ই মে
এর পরদিন অাসবেন চা
খাওয়াবো। অাপাতত
নমস্কার বলে তাদের বাড়িতে
পাঠিয়ে দিন। অার
বামফ্রন্ট এলে দরজাটা খুলে
বলুন ৩৪ বছর বিশ্রাম
নিন, ৩৪ বছর পর
দেখা হবে। তিনি
পথসভায় বলেন চোখ খুলে
শুধু ঘাসফুল দেখুন।মমতা ব্যানার্জী অার
ঘাসফুল এই ছাড়া পশ্চিমবঙ্গে
আর কিছু নেই।
উন্নয়নের সাথী মমতা ব্যানার্জী। তার
হাত শক্ত করতে হবে। বাংলাকে
অারো এগিয়ে নিয়ে যেতে
হবে। সাফানগর
অঞ্চল এ সবকটি অাসন
জেতানোর আহ্বান জানালেন।
শেষ করলেন বক্তিতা।
শেষ হতে না হতেই
অনুরোধ এল গান গাইবার
এবার তিনি সাংসদ নন
নাট্যকার অর্পিতা ঘোষ গান এর
মাধ্যমে সবার মন জয়
করলেন।