January 10, 2025

উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস,সিপিআইএম এর উইকেট পড়তে চলছে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

1 min read

তন্ময় চক্রবত্তী ইটাহার   ঃ  খুব
শিগ্রহ উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস,সিপিআইএম এর উইকেট পড়তে চলছে। আজ উত্তর দিনাজপুর
জেলার ইটাহারে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃনমূল কংগ্রেসের এক জনসভায় প্রকাশ্যে
এই কথা জানালেন তৃনমূল নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি বলেন
তলে তলে  অনেক নেতাই তাদের দলে যোগ দিতে
চাইছেন
এমন কি এক সময়ের কংগ্রেসের খাসতালুক রায়গঞ্জ
পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মহিত সেনগুপ্তের সাথে আজ যারা ঘোরা ফেরা করছে তাদের মধ্যে
অনেকেই আছে
এর  তালিকায়  ।শুভেন্দু বাবুর খাস জবাব আজ  আর উত্তর দিনাজপুর জেলায় মাটি কংগ্রেসের নয়।এই মাটি
আজ তৃনমূলের হয়ে গেছে।

কারন একটাই রাজ্যের মূখ্যমন্ত্রীর জনকল্যানকর যে কাজ গুলি সারা
বাংলায় হচ্ছে তাতে এখানকার মানুষরাও সেই প্রকল্প গুলিতে ভীষন ভাবে উপকৃত হচ্ছে।তাই
আজ বিরোধীরা অনেকই
তলে তলে   তৃনমূল
কংগ্রেসের সঙ্গে যোগ রাখছেন।শুভেন্দু বাবু বলেন এবারের নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায়
তৃনমূল সবকটি আসনে জয়লাভ করবে
,
কোন
শক্তি তাকে আটকাতে পারবে না।

যতই এখানে বিরোধীরা বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে  সন্ত্রাস করুক না কেন।মানুষ ই
সব শেষ বিচার করবে।শুভেন্দু অধিকারি বলেন সারা বাংলা জুরে যেমন ভাবে উন্নয়ন মূলক  কাজ হয়েছে তা এক নজীর বিহিন।

তিনি বলেন বিরোধীদের
এখন কাজ ই শু
ধু  কোট মুখী হওয়া কারন তাদের এটা
ছাড়া কোন
পত  নেয়। কারন মানুষ তাদের থেকে সরে
গিয়েছে।তাই তাদের টিকিট এবার পঞ্চায়েত নির্বাচনে 
কেউ নিতে চাইছে না।

 তাই কিছু না পেয়ে তারা সন্ত্রাস সন্ত্রাস চিৎকার করছে। বিধানসভা
নির্বাচনে মতো বিরোধীরা ফলাফলের পর আবারো পাখির মতো উড়ে যাবে। এদের আর কোথাও খুজে পাওয়া
যাবে না। এদিন জনসভায় অপর তৃনমূল নেতা  তথা
প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র রাম বাম ও কংগ্রেসে কে চরম হুশিয়ারি দিয়ে বলেন এরা
মানুষের জন্য তৈরী হয় নি এরা শুধু সন্ত্রাস করার জন্য তৈরী হয়েছে।
সন্ত্রাস দিয়ে রাজ্যের
উন্নয়নের মোকাবিলা করা যায় না।তাই তার সাফ জবাব এবারে জেলা পরিষধের ২৬ টি আসনের মধ্যে
তৃনমূল ২৬ টি পাবে কেউ এখানে তৃনমূল কে আটকাতে পারবে না । রাম সিতা কম্পানী প্রাইভেট
লিমিটেড দিয়ে মানুষের মন জয় করা যায় না।

 এই দিয়ে পশ্চিমবঙ্গ চলবে না। এদের কে ঠেকাতে
হবে।তিনি বলেন যেমন বেহুলা লক্ষিনন্দর এর ঘরে যেমন কালনাগিনি ঢুকে গিয়েছিল তেমনই ইটাহারের
মাটিতে বিজেপি চাষ করার চেষ্টা করছে
 তাই তাদের রুখতে হবে।তাই জনসভায় উপস্থিত
কর্মি সমর্থকদের উদ্দ্যেশে তার বক্তব্য যখন বিজেপি কোন জায়গায় মিটিং করতে যাবে তখন
তৃনমূলের কর্মিদের একটি গান করার পরমর্শ দেন “দেখ এ দিবানো
, তুম
এ কাম না কারো
, রাম
কা নাম বাদনাম না কারো হরে কৃষ্ণ হরে রাম। তিনি বলেন বিরোধীরা চিৎকার করে বলছে এবারের
পঞ্চায়েত নির্বাচনে নাকি  রাজ্য সরকার পর্যাপ্ত
নিরাপত্তা দিতে পারছে না কিন্তু তার প্রশ্ন বাম আমলে ৩৪ বছরে রাজ্যে কতটা নিরাপত্তা
 দিতে পেরেছিল
বামফ্রেন্ট সরকার?  সেটা সবাই জানে।এদিন জনসভায়
উত্তর দিনাজপুর তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য্য বলেন রাজনিতি করতে গিয়ে
যে ভাবে মানুষের বিপুল
সন্মান
তিনি
পেয়েছেন তাতে তিনি আভিভূত। তিনি বলেন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনি একটা
আশঙ্কায় ছিলেন যে দলের এত প্রার্থী  নমিনেশন
জমা দিয়েছেন, যে কিভাবে শেষ পর্যন্ত  তাদের
প্রত্যাহার  করা যাবে সে নিয়ে, কিন্তু শেষ দিনে অনেক প্রার্থী
নাম প্রত্যাহার করে দলীয় প্রার্থী কে সমর্থন করে 
দল কে সম্মান জানিয়েছেন।

তিনি বলেন পঞ্চায়েতে একটা সারা বাংলা জুরে রামধনু জোট
হয়েছে। এই জোটের  শুধু কাজই কোট মূখী হওয়া।যারা
পিছনে দৌরায় কংগ্রেস ও সিপিআইএম।এরা উন্নয়ন কি করে করতে হয় জানে না।এরা শুধু চিৎকার
করে বলছে রাজ্যে শাসক দলের সন্ত্রাসের জন্য নাকি তারা নমিনেশন  জমা দিতে পারছে না কিন্তু আসল ব্যাপার হল এদের দলের
টিকিট কেউ নিতে চাইছে না তাই কাজ না থাকলে যা হয় সেটাই রামধনু জোট রা করছে।

অমল বাবু
বলেন রাজ্যে এমন একটা সরকার আছে যে সরকার মানুষের সুখেও পাশে দুঃখের দিনেও পাশে থাকে।তিনি
এদিন বলেন এবারে পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় বিরোধীরা একটাও আসন পাবে  না।এদিন জনসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা
পরিষদের ২৫ নং ও ২৬ নং আসনের তৃনমূল কংগ্রেস এর প্রর্থী পুজা আচার্য্য, মেশারফ হোসেন।এদিনের
জনসভা কার্যত জনসমুদ্রের চেহারা নেয় ইটাহারের ফুটবল মাঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *