কালবৈশাখী : আশুতোষ সরকার
1 min read
কালবৈশাখী
আশুতোষ সরকার
তুমি দুরন্ত, তুমি দুর্নিবার,
তোমাকে আটকানোর সাধ্যি কার?
তোমার ভয়ে প্রান্তিক মানুষ কাঁপে,
অনেকে গৃহ হারা হবার আশঙ্কা রাখে।
তোমার আগমনে ভ্রুকুটি দেখা যায়,
সে তার চিহ্ন রেখেও যায়।
বছরের গ্লানি যত জমা হয়,
কর্তব্যের দ্বারে তা মুছিত হয়,
সে তার কর্তব্যে বড়োই সচেতন রয়।
তোমার আগমনে দাবদাহে নিস্তার মিলে,
প্রাণীদের তৃষ্ণা নিবারণের পথ-মিলে,
নির্মলতার দান -মিলে।
সঠিক সময়ে তোমার আগমন এক বার্তা বহন করে,
গাণিতিক হিসাবের সূক্ষ্ম মেলবন্ধন প্রদর্শন করে।
প্রযুক্তির অহঙ্কার যদি দাও ঢেলে,
তোমারে আটকানোর সাধ্যি না রাখে।
এ-বড়োই কর্তব্যের বন্ধনে আবদ্ধ তুমি,
ভালো -খারাপের মেলবন্ধন তুমি।
নামে তার বড়োই আপত্তি,
শুধু কালযোগে কেন হবে তার উক্তি?
বৈশাখে আসে যে-
নাম তার কালবৈশাখী যে।
তোমাকে আটকানোর সাধ্যি কার?
তোমার ভয়ে প্রান্তিক মানুষ কাঁপে,
অনেকে গৃহ হারা হবার আশঙ্কা রাখে।
তোমার আগমনে ভ্রুকুটি দেখা যায়,
সে তার চিহ্ন রেখেও যায়।
বছরের গ্লানি যত জমা হয়,
কর্তব্যের দ্বারে তা মুছিত হয়,
সে তার কর্তব্যে বড়োই সচেতন রয়।
তোমার আগমনে দাবদাহে নিস্তার মিলে,
প্রাণীদের তৃষ্ণা নিবারণের পথ-মিলে,
নির্মলতার দান -মিলে।
সঠিক সময়ে তোমার আগমন এক বার্তা বহন করে,
গাণিতিক হিসাবের সূক্ষ্ম মেলবন্ধন প্রদর্শন করে।
প্রযুক্তির অহঙ্কার যদি দাও ঢেলে,
তোমারে আটকানোর সাধ্যি না রাখে।
এ-বড়োই কর্তব্যের বন্ধনে আবদ্ধ তুমি,
ভালো -খারাপের মেলবন্ধন তুমি।
নামে তার বড়োই আপত্তি,
শুধু কালযোগে কেন হবে তার উক্তি?
বৈশাখে আসে যে-
নাম তার কালবৈশাখী যে।