আগুনে পূড়ে ভষ্মীভূত হল বেশ কয়েকটি দোকান
1 min read
আগুনে পূড়ে ভষ্মীভূত হল বেশ কয়েকটি দোকান।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাগলা বাজারে ।
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান।খতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।আজ ভোর রাতে আগুন লাগে।স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামের মানুষ আগুন নেভানো কাজে হাত লাগায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।কিভাবে আগুন লাগল পুলিশ তা খতিয়ে দেখছে।