উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কর্নজোড়ায় জেলা শাসকের দপ্তরে কবি প্রণাম
1 min read
তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর–বুধবার সকালে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরদিনাজপুর জেলার কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে ২৫শে বৈশাখকে কেন্দ্র করে কবি প্রণাম।
কবি প্রণামের এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরদিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী এ,জেলার অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার)লাকপা নরবু শেরপা,রাগঞ্জের সদর মহকুমা শাসক ঠেন্ডুপ নামগিয়াল শেরপা,উত্তরদিনাজপুর জেলার তথ্য ও সাংষ্কৃতিক আধিকারিক অরুনাভ মিত্র।
এদিনের কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে ত্রিবেনি নাট্য সংস্থা,রায়গঞ্জ সঙ্গীত সদন,সৃষ্টি মিউজিক্যাল একাডেমি,সরস্বতী ড্যান্স একাডেমি এবং কথা ও মঞ্জুরীর এক ঝাঁক কলকুশলীবৃন্দ। অনুষ্ঠানটি হয়ে উঠেছিল এক কথায় বর্ণময়।