January 10, 2025

স্টেশনের ওয়াই-ফাই দিয়ে পড়াশোনা করে সিভিল সার্ভিস পাশ করলেন কেরলের কুলি

1 min read

আদম্য ইচ্ছা
 ,
স্বপ্ন লক্ষ্য যে হাজারো প্রতিবন্ধকতার বাধা পেরিয়েও এগিয়ে চলে, তা প্রমাণ করলেন কেরলের যুবক    কে শ্রীনাথ
পেশায় রেলের কুলি। গত পাঁচ বছরে এর্নাকুলাম জংশনে এই পেশায় যুক্ত রয়েছেন। তবে, স্বপ্ন সিভিল সার্ভিস অফিসার হওয়ার। আর সেই স্বপ্নকে স্বার্থক করতে অভিনব পন্থায় যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করেছেন এই যুবক


সাধারণত, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে প্রচুর  বই পড়তে হয়। যে কারণে, প্রতিযোগীরা কার্যত বইয়ের ঘেরাটোপের মধ্যেই থাকেন। কিন্তু, শ্রীনাথের সেই সুযোগ নেই। না অর্থ, না সময়। আর এর জন্যই, তাঁর ভরসা হল মোবাইল ফোন এবং রেল স্টেশনের ফ্রি ওয়াইফাই পরিষেবা
ইতিমধ্যেই, কেরল পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্রীনাথ। এবার পরবর্তী ধাপের প্রস্তুতি চালাচ্ছেন। অবে, এক্ষেত্রে নিজের অন্যান্য প্রতিযোগীদের চেয়ে অনেকটাই আলাদা তিনি। কাঁধে যাত্রীদের ভারী বোঝা নিতে নিতেই কানে ইয়ারফোনের মাধ্যমে সমানতালে চলছে তাঁর স্বপ্নপূরণের প্রস্তুতি
বোঝা বইতে বইতেই, ফোনের মাধ্যমে ডিজিটিল কোর্স শুনে নেন স্কুলের গণ্ডী পেরনো শ্রীনাথ। বলেন, আমি তিনবার পরীক্ষায় বসেছি। তবে, এবারই প্রথম স্টেশনের ফ্রি ওয়াইফাইয়ের সাহায্য নিচ্ছি। মালপত্র বইতে বইতেই আমি কানে ইয়ারফোন লাগিয়ে স্টাডি মেটেরিয়াল শুনে নিই। মনে মনে প্রশ্নের সমাধান করি। রাতে সেগুলি নিজের আবার আউড়ে নিতে হয়
শ্রীনাথ জানান, বাড়ির আর্থিক পরিস্থিতির জন্যই তাঁকে কুলির কাজ করতে হচ্ছে। তবে, তিনি পড়তে চান। ভাল চাকরি করতে চান। বলেন, আমি যদি প্রচুর পরীক্ষা দিই, তাহলে ভাল চাকরি একদিন পাবইআর সেই স্বপ্নকে ছোঁয়ার অপেক্ষায় শ্রীনাথশ্রীনাথের মতে, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা মেলায় তাঁর প্রভুত উপকার হয়েছে। নমুনা প্রশ্নপত্র ডাউনলোড থেকে শুরু করে অনলাইনে পরীক্ষার ফর্ম পূরণসবকাজ অত্যন্ত দ্রুতগতিতে হচ্ছে। যা আগে ভাবাই যেত না। এতে সময়
টাকাদুইই বেঁচে যাচ্ছে। তিনি যোগ করেন, অনেকক্ষেত্রে ইয়ারফোনে দিয়ে কাজ করতে করতেই শিক্ষকদের থেকেও বিভিন্ন পরামর্শ বা সমাধান পেয়ে যাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *