January 10, 2025

ফিনিক্স প্রোডাকশন হাউসের নতুন স্বল্পদৈর্ঘ্যের সিনেমা "অন্তর রাগ"

1 min read
অনুপ জয়সোয়াল-– রবীন্দ্রনাথ মানে শুধু গান,নাটক,গল্প নয়,রবীন্দ্রনাথ মানে একটু ভিন্ন স্বাদ,একটু সিনেমা আরো না বলা কত কথা,তারই ভাব প্রকাশ হল বুধবার রবীন্দ্রজয়ন্তীত।

ফিনিক্স প্রোডাকশন হাউসের নতুন স্বল্পদৈর্ঘ্যের সিনেমা “অন্তর রাগ”এর পোষ্টার উন্মোচিত হল এইদিন।এই ছবিটি পুরোটাই রবীন্দ্রভাবধারার উপর নির্মিত,অশোকপল্লীতে ‘মুক্তধারা’ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে এই ছবির পোষ্টার উন্মোচিত করেন এলাকার বিখ্যাত শিক্ষাবিদ শ্রী বিধান চন্দ্র রায়।পোষ্টার উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক আকাশ চাকী,সহকারী পরিচালক এরিনা ভদ্র,সঙ্গীত পরিচালক আকাশ সরকার,অন্যতম ক্যামেরাম্যান কৌশিক সাহা রায় সহ আরো অনেকে।সবকিছু ঠিকঠাক চললে আগামীমাসের মধ্যেই এই ছবি দর্শকদের উপহার দিতে পারবে বলে পরিচালক আশা প্রকাশ করেছে এই দিনের অনুষ্ঠানে।রবীন্দ্র ভাবধারায় নির্মিত এইরকম সিনেমা প্রথমবার রায়গঞ্জবাসীকে উপহার দিতে চলেছে “ফিনিক্স প্রোডাকশন হাউস”,এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছে রায়গঞ্জ এর নবাগত প্রতিভা শুভ এবং দ্বীপান্নিতা,ছবিটিতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন সুরভি মোদক, প্রধান ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে রোহণ পাল,ছবিটিতে সম্পাদকের ভূমিকা পালন করছে জয়দ্বীপ বর্মন এবং মানব মুখার্জী।রায়গঞ্জ এর বিশেষ কয়েকটি জায়গায় এই ছবির শুটিং এর কাজ চলছে,রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে সকলের কাছে তুলে ধরতেই এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন “ফিনিক্স প্রোডাকশন হাউস” এর সদষ্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *