January 10, 2025

তৃণমূল কংগ্রেসের প্রার্থী দের সমর্থনে ভোটপ্রচারে সাংসদ প্রসূন ব‍্যানার্জী,

1 min read
কৌশিক ঘোষ(হাওড়া) হাওড়ার আন্দুলে তৃণমূলের ভোটপ্রচার:- গতকাল  সন্ধ্যায় হাওড়ার আন্দুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দের সমর্থনে এক সভা হয়। সভায় সাংসদ প্রসূন ব‍্যানার্জী, বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল সভাপতি গোপাল দাস সহ আন্দুল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও পঙ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। সাংসদ প্রসূন ব‍্যানার্জী কুৎসা অপপ্রচারের জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।হাওড়া পৌরনিগমের চ‍্যেয়ারম‍্যান অরবিন্দ গুহ ও উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *