পঞ্চয়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে সব রাজনৈতিক দল লাস্ট মিনিট সাজেশন দিতেই ব্যাস্ত
1 min readশান্তিপূর্ণ ভোট দানে শাসক দলের পক্ষ থেকে যে কোন বাধাকে অতিক্রম করবার ক্ষমতা রাখে বিজেপি–ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আগামী সোমবার।নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শেষ।আগামি সোমবার গ্রাম বাংলার সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রাথীদের ভাগ্য নির্ধারন করবেন জনতা জনার্দন। কিন্তূ গ্রাম বাংলার মানুষ শান্তিতে ভোট দেবার জন্য মানসিক প্রস্তুতি নিলেও তা[ যদি কোনভাবে ভোটের নামে অরাজকতা হয় তা রোধ করবার ক্ষমতা এবারের বিজেপি দলের আছে এই কথা জেনে রাখা ভালো এই কথাগুলো বলেন এক সাক্ষাৎকারে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক অমিত সাহা।অমিত বাবু বলেন শাসক তৃণমূল কংগ্রেস ভাবছে ভোটের দিন নানাভাবে গন্ডগোল করে বুথ দখল করে বিরোধী শুন্য গ্রাম পঞ্চায়েত হাতে পেয়ে যাবে।
তিনি বলেন সেগুড়ে এবার বলি।বিজেপি এবার কোমর বেঁধেই নির্বাচনের মাঠে নামছে।এটা যেন মনে রাখা হয়। বিজেপি নেতা অমিত সাহা বলেন স্বচ্ছ ভাবে নির্বাচন হলে বিজেপি এবার গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বেশ কিছু আসন তদের পক্ষHেই আসবে বলে তার বিশ্বাস। বিজেপি নেতা অমিত সাহা বলেন আমাদের কাছে খবর আছে নির্বাচনের দিন শাসক তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমস্ত ভোট তাদের পক্ষে নেবার সব রকম ব্যবস্থা একরকম পাকাপোক্ত করে রেখেছে।তবে এই ধরনের কোন কিছু ঘটনা ঘটলে এবার গ্রামবাসীরাই তাদের সাধ্যমত প্রতিহত করবে বলে অমিত বাবু জানান।যদিও বিজেপি নেতা অমিত সাহার কথাকে ভ্রান্ত ও অমূলক বলে শাসক তৃণমূলের নেতৃত্ব তা উড়িয়ে দিয়েছে।