January 10, 2025

জংগল লাগোয়া হওয়ার দরুন নির্বাচন এর জন্য দিন রাত পাহারা দিচ্ছেন বনদপ্তরের কর্মী রা

1 min read


মালবাজার -: জংগল লাগোয়া হওয়ার দরুন নির্বাচন এর জন্য দিন রাত পাহারা দিচ্ছেন বনদপ্তরের কর্মী রা। মালবাজার ব্লকের রাজাডাংগা গ্রাম পঞ্চায়েত এলাকার শোলঘরিয়া ও আনন্দপুর বনবস্তি এলাকার ১৯-৭৬ নং বুথের প্রায় আট শতাধিক ভোটার রয়েছে। এই এলাকা টি আপালচাদ রেঞ্জ এর ফুলঝোরা বিট এর অন্তর্গত।  বছরের প্রায় অধিকাংশ  সময়  মানুস হাতি সংঘাত লেগেই থাকে। কিছুদিন আগেও হাতির সামনে পরে প্রান হারান এক ব্যাক্তি। জংগল লাগোয়া এলাকা হওয়ার দরুন হাতি প্রায়শই চলে আসে এলাকায়।  তাই কোন রকম খামতি রাখা হচ্ছেনা এই এলাকায়। বনদপ্তরের ফুলঝোরা বিট এর বিট অফিসার জিগমি শেরপা বলেন,  দিন রাত ধরে তারা টহলদারি চালাচ্ছেন। যাতে হাতি বাইরে না চলে আসে সেজন্য তারা রীতিমতো টহলদারি চালাচ্ছেন। সুসঠ ভাবে ভোট যাতে সম্পন্ন হয় সেজন্য মাথার ঘাম পায়ে ফেলে সজাগ থেকে টহলদারির কাজ চালাচ্ছেন।এদিন বিকেলে জিপমি শেরপা সহ বনদপ্তরের কর্মী রা সেখানে যান এবং বুথ এজেন্ট দের সাথে কথা বলে সব ধরনের সহযোগী তার আস্বাস দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *