জেলায় ১৫০০ বুথে পুনরায় নির্বাচন করার দাবি জানাল মালদা জেলা কংগ্রেস
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা, জেলায় ১৫০০ বুথে পুনরায় নির্বাচন করার দাবি জানাল মালদা জেলা কংগ্রেস। সোমবার ভোটপর্ব সম্পূর্ণ হবার পর এই দাবি তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি মৌসম নূর। ক়়ংগ্ৰেস নেতারা বলেন, মালদা জেলার অধিকাংশ জায়গায় বোমাবাজি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি , বুথদখল, ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপার জ্বালিয়ে দেওয়া, বিরোধী এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া সহ ছাপ্পা ভোট সবই করেছে শাসক দল তৃণমূল। বাধা দেওয়াতে রক্তাক্ত হয়েছেন বহু কর্মী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। এরকম ভোট আগে কখনও দেখেনি মালদার মানুষ। তাই অর্দ্ধেকেরও বেশি আসনে পুননির্বাচনের দাবি তুলেছেন মালদা জেলা কংগ্রেস সভানেত্রী ও সাংসদ মৌসম নুর। এই দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেছেন ক়গ্ৰেস সা়ংসদ, বিধায়ক ও কংগ্ৰেস নেতারা। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫৫ টি বুথে পুননির্বাচন হতে পারে। বুথে পুনরায় নির্বাচন করার দাবি জানাল মালদা জেলা কংগ্রেস। সোমবার ভোটপর্ব সম্পূর্ণ হবার পর এই দাবি তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি মৌসম নূর। ক়়ংগ্ৰেস নেতারা বলেন, মালদা জেলার অধিকাংশ জায়গায় বোমাবাজি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি , বুথদখল, ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপার জ্বালিয়ে দেওয়া, বিরোধী এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া সহ ছাপ্পা ভোট সবই করেছে শাসক দল তৃণমূল। বাধা দেওয়াতে রক্তাক্ত হয়েছেন বহু কর্মী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। এরকম ভোট আগে কখনও দেখেনি মালদার মানুষ। তাই অর্দ্ধেকেরও বেশি আসনে পুননির্বাচনের দাবি তুলেছেন মালদা জেলা কংগ্রেস সভানেত্রী ও সাংসদ মৌসম নুর। এই দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেছেন ক়গ্ৰেস সা়ংসদ, বিধায়ক ও কংগ্ৰেস নেতারা। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫৫ টি বুথে পুননির্বাচন হতে পারে।