বৃষ্টি কে উপেক্ষা করে ৭৩ টি বুথে আজ পুনঃনির্বাচন শুরু
1 min read
নির্বাচন কমিশনের নির্দেশ মতো সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতে ৭৩ টি বুথে আজ পুনঃনির্বাচন। ব্যালটপেপার ছিনতাই, ব্যালট বক্স পোড়ানোসহ গণ্ডগোল, বুথ ক্যাপচারকে কেন্দ্র করে গুলি বোমা ও মৃত্যুর ঘটনায় উত্তর দিনাজপুর জেলায় ১৪ মে ভোটগ্রহনের দিন বেশ কিছু বুথে বন্ধ হয়ে যায় ভোটগ্রহন প্রক্রিয়া।
জেলা প্রশাসনের রাজ্য নির্বাচন কমিশনের কাছে দেওয়া রিপোর্টের ভিত্তিতে আজ ১৬ মে উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল সাতটা থেকে পুনঃনির্বাচনের ভোটগ্রহন শুরু হলেও গতকাল রাত থেকে একটানা বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে ভোটগ্রহন প্রক্রিয়া। বুথগুলিতে ভোটকর্মী থাকলেও কোথাও ভোটারদের দেখা মেলেনি। বৃষ্টির কারনে আবার অনেক বুথে ভোটকর্মীরাও সময়মতো পৌঁছাতে পারেননি। ফলে বৃষ্টির প্রভাবে পুনঃনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমতেই ভোটের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।
১৪ মে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহনের দিন রাজনৈতিক সংঘর্ষ, গুলি বোমা, বুথ দখল, ব্যালটপেপার ও ব্যালট বক্স লুঠের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার প্রায় সবকটি ব্লকের বেশ কিছু ভোটগ্রহন কেন্দ্র। বন্ধও হয়ে যায় ভোটগ্রহন। সেদিন ভোটগ্রহন প্রক্রিয়া শেষে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠায়।
সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করে। ব্লক অনুযায়ী যেসব বুথে পুনঃনির্বাচন হচ্ছে সেগুলি হল রায়গঞ্জ ব্লকে ২৮ টি বুথে, চোপড়া ব্লকে ১০ টি, ইসলামপুর ব্লকে ৩ টি, করনদিঘী ব্লকে ১ টি, গোয়ালপোখর-২ ব্লকে ৮ টি, ইয়াহার ব্লকে ১০ টি, গোয়ালপোখর-২ ব্লকে ১০ টি এবং হেমতাবাদ ব্লকে ৩ টি বুথে।