January 10, 2025

বিশেষ নজরদারিতে মুড়ে ফেলা হলো আমডাঙ্গা ব্লকের ভালুকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা

1 min read
বিশেষ নজরদারিতে মুড়ে ফেলা হলো আমডাঙ্গা ব্লকের ভালুকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা। এলাকায় চলছে ব্যাপক পুলিশি টহলদারি।ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিছে।ইতিমধ্যে সন্দেওভাজন  দুজন কে আটক করেছে পুলিশ।এলাকায় চলছে নাকা চেকিং। এই বিদ্যালয়ে চারটি বুথে(১/১,১/২,২/১,২/২) অবাধ ও শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট।প্রসঙ্গত গত ১৪ তারিখে এই বুথেই চলে সন্ত্রাস। বোমাবাজি তে এলাকা ঢেকে গিয়েছিল।আক্রমণের হাত থেকে বাদ যায়নি পুলিশ কর্মীও। এখন শান্তিপূর্ণ ভাবে চলছে পুনরায় নির্বাচনের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *