নিখোঁজ প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের ভোট নিতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে অন্যান্য ভোটকর্মীদের রায়গঞ্জ ঘড়ি মোড় এলাকায় পথ অবরোধ
1 min readইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে যোগ দেন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা করনদিঘীর রহটপুর হাই মাদ্রাসার ইংরেজিরর শিক্ষক রাজকুমার রায়। ভোটগ্রহনের দিন রাত আটটা থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ ওই প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত মৃতদেহ মিলল রায়গঞ্জের সোনাডাঙি এলাকার রেললাইনের ধারে।রায়গঞ্জে ভোটকর্মীদের হাতে মার খেলেন রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপা। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিংয়ের সামনেই এসডিওকে নিগৃহিত হতে হল। রাজকুমার রায় নামে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশ ভোট কর্মী। তাদের দাবি, ওই প্রিসাইডিং অফিসারকে বুথ থেকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন কিরা হল কেন তার জবাব দিতে হবে। সেই বিক্ষোভ চলাকালীনইই হঠাৎ উত্তেজিত হয়ে এসডিওর উপরে ঝাঁপিয়ে পড়েন ক্ষুব্ধ ভোটকর্মীরা।