January 10, 2025

পঞ্চায়েত ভোটে গোবরে পদ্মফুল কালিয়াগঞ্জ ব্লক,নেই পুনর্নির্বাচন, ভোট পড়েছে ৮৬,৭৫শতাংশ

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--উত্তরদিনাজপুর জেলার ৯ ব্লকের মধ্যে এক মাত্র ব্লক কালিয়াগঞ্জ যেখানে গত সোমবার পঞ্চায়েত ভোটের নিরিখে এক কথায় বলা যেতে পারে এ যেন গোবরে পদ্ম ফুল ফোটার মতই ঘটনা।সারা উত্তর দিনাজপুর জেলার বাঁকি ৮টি ব্লকে যেখানে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বুথ জ্যাম,ছাপ্পা ভোট,ব্যালট বক্স ছিনতাই, মায়ের কোল খালির মত ঘটনা ঘটার পর জেলায় ৭৫টি ভোট কেন্দ্রে বুধবার নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট নিতে হচ্ছে।সেখানে কালিয়াগঞ্জ এসবের সব কয়েকটি ঘটনার উর্ধে বলা যেতে পারে হলফ করেই।
স্বাভাবিক ভাবেই বলা যেতে পারে মানুষ এই রকম স্বচ্ছ ভোটের দাবিই জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে।সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা যা প্রতিটি ভোটেই হয়।ভোট দাতারাও আবার ভোট উৎসবে যদি ছোট খাটো ঘটনা না ঘটে তাহলে নাকি ভোট উৎসব বলে মনেই করতে পারেনা। তাই কালিয়াগঞ্জ ব্লকে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের মিলিত উদ্যে গে যে ভাবে  শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে ভোট দাতারা নির্ভয়ে নিজেদের ভোট নিজ হাতে  তাদের প্রিয় প্রার্থীকে দিতে পেরেছে এই অশান্ত পরিবেশের মধ্যে যা নজীর বিহীন  না বললে ভুল হবে।এই পরিবেশ গড়ে এতবড় সাফল্য আনার পেছনে মূল কারিগর যারা তারা আর কেও নয় কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সর্বময় কর্তা মঃ জ্যাকারিয়া ,যুগ্ম বিডিও পরিমল দাস,কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়,কালিয়াগঞ্জের পৌরপতি কার্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জের সমস্ত শান্তিপ্রিয় রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃত্ব দের আন্তরিকতা। 
অথচ ভোটের আগেরদিন রাতেও অশান্তির যে পরিবেশ ছিল তা ভোটের দিন সেই পরিবেশের লেস মাত্র দেখা যায়নি। প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা থাকলে যে কোন কাজের লক্ষ মাত্রার কাছে পৌঁছনো যায় তা এ ব্যাপারে জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট গো বিন্দ দত্তেরও একটি বড় ভূমিকা যে ছিল তা বলার অপেক্ষা রাখেনা। জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ১৬৯টি বুথে  ভোট নেওয়া হয়।
জানা যায় কালিয়াগঞ্জ ব্লকে মোট গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৪৮টি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৪টি এবং জেলা পরিষদের ৩টি আসনে ভোট নেওয়া হয়।কালিয়াগঞ্জ ব্লকের সাধারণ মানুষের বক্তব্য সব বুথে শান্তিপূর্ন ভাবে ভোটপর্ব সম্পন্ন হলেও ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাসন্তী তলা বুথে বিকাল ৪টার মধ্যে ম্যাজিকের মতই ভোট দান পর্ব শেষ হয়ে যায় কিকরে এ নিয়ে ছিল বিস্তর অভিযোগ,ছিল ছাপ্পা ভোটের ও অভিযোগ।তবে ধোপে টেকেনি তা।কাকিয়াগঞ্জ ব্লকে ভোটের হার ছিল ৮৬-৭৫ শতাংশ।বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের জন্য কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ডি সি আর সি দপ্তরের তৎপরতা চোখে পড়ার মত। ভোট গণনা কর্মীরা যাতে করে নির্বিঘ্নে ভোট গণনা করতে পারে তার জন্য সব রকম প্রস্তুতি শেষ বললেন কালিযাগঞ্জের বিডিও  মঃ জ্কারিয়া ও যুগ্ম বিডিও পরিমল দাস।ভোট গননাকে কেন্দ্র করে পুলিশি চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়।এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অপেক্ষা করছেন ভাগ্য লক্ষী কোন দিকে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *