বিজেপির পথ অবরোধ
1 min read
পূর্ববর্ধমানের মেমারীর আমাদপুরে বিজেপির পথ অবরোধ।পাঁচ বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে মেমারী সাতগেছিয়া রোড ঘনটা তিনেক অবরোধ করে বিজেপি কমী’ সমথ’করা।বিজেপির দাবী মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দলীয় কমী’সমথ’কদের বাড়িতে হামলা চালায়।মারধর করে।মেমারী থানার পুলিশ পাঁচ বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করে।ধৃতদের ছেড়ে দেওয়ার দাবীতে বিজেপির পথ করে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠেযায়।