রায়গঞ্জের পর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ভোট গণনার জন্য পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি না পেয়ে শিক্ষকরা প্রশিক্ষণ বয়কট করে অবরোধ করলো ৩১ নাম্বার জাতীয় সড়ক
1 min read
ভোট গণনার জন্য পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি না পেয়ে শিক্ষকরা প্রশিক্ষণ বয়কট করে অবরোধ করলো ৩১ নাম্বার জাতীয় সড়ক । এবারে রায়গঞ্জের পর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পি ডব্লু ডি মোড়ে অবরোধের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মী শিক্ষকরা । সংশ্লিষ্ট ইসলামপুর গার্লস স্কুলে ও পাবলিক হলে এদিন প্রতিবাদের ঝড় তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ইসলামপুর গার্লস স্কুলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী সহ বিশাল পুলিশ বাহিনী । জানাজায়, আজ দুই জায়গায় প্রায় সাতশো জন ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ দেবার কর্মসূচি শুরু হয় । এরপরই এই ঘটনা । তবে গণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে । এদিন আচমকা এই ঘটনায় ইসলামপুর গার্লস স্কুলের পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক শুরু হয় । বিপর্যস্ত হয়ে পড়ে পঠন পাঠন । শিক্ষক তথা ভোট কর্মীরা জানান, ইতিমধ্যেই নির্বাচনে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে । ওই ঘটনার পরও গণনার দিন তেমন ভাবে কোনও নিরাপত্তার প্রতিশ্রুতি না দেওয়ায় তারা প্রশিক্ষণ বয়কট করে বেরিয়ে এসে বিদ্যালয়েই বিক্ষোভে সামিল হন। এই ঘটনার জেরে ৩১ নাম্বার জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। বহু দূর পাল্লার গাড়ি আটকে পড়ে।