৩৪ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক দশ বছরের শিশুর
1 min read
প্রদিপ সিংহা (করনদিঘি) ঃ: ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক দশ বছরের শিশুর।ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে।সূত্র থেকে জানা গেছে,বিহারের বলরামপুর থানার বৈদল গ্রামের বাসিন্দা জামাইবাবু তার শ্যালককে নিয়ে করনদীঘি থানার শিসটোলা গ্রামে যাচ্ছিল।সেখানে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল তাদের।
মটরসাইকেলে চড়ে করনদীঘি হাই স্কুল মোড়ে অাসার পরে একটি দশ চাকা বিশিষ্ট লরি তাদের ধাক্কা মারে। বাইকে বসে থাকা মুজফফর অালি(১০) ছিটকে জাতীয় সড়কে পরলে লরির চাকাতে পিস্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।প্রত্যক্ষদর্শীরা বলেন,বাইক থেকে ছিটকে পড়া মাত্র শিশুটির মাথার উপর দিয়ে লরির চাকা চলে যায়।
বাইক চালক শিশুটির জামাইবাবু মৃত শিশুকে কোলে তুলে কান্নায় ভেঙে পড়েন। করনদীঘি থানার পুলিশ ঘাতক লরি ও চালককে অাটক করেছে।অন্যদিকে,৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের কারনে গাড়ীর লম্বা লাইন।যানজটের কারনে করনদীঘি ব্লকের বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে