নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার কালিয়াগঞ্জ কিশলয় স্কুলের সহকর্মী ।
1 min readকালিয়াগঞ্জ নাবালিকা ধর্ষণে গ্রেফতার কালিয়াগঞ্জ কিশলয় স্কুলের গাড়ির চালকের সহকর্মী ।ধৃত স্কুল বাসের ওই সহকর্মীর নাম বিপ্লব ঘোষ।বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডের হরিহর পুর পৌর অঞ্চলের ।জানা যায় শিশু টির বয়স চার বছর।সে কিশলয় স্কুলের নার্সারি ছাত্রী ।বাড়ি শেঠকলোনী।ওই শিশুর বাবার অভিযোগ দিন কয়েক আগে তার মেয়েকে ওই বাসের সহকর্মী একা পেয়ে গাড়ির মধ্যেই যৌন হেনস্তা করে।শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে কিশলয় স্কুল বাসের ওই সহকর্মী কে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।