কালিয়াগঞ্জে পাঁচদিন ব্যাপী উত্তর-দক্ষিণ নাট্য উৎসব
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–আগামী ২৫শে মে থেকে ২৯শে মে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার পরি চালনায় ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় স্থানীয় নজমু নাট্য নিকেতনে উত্তর-দক্ষিণ নাট্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উত্তর-দক্ষিণ নাট্য উৎসবে উত্তর ও দক্ষিণ বাংলার মোট ৬টি নাট্যদল অংশগ্রহণ করবে বলে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ জানান।সম্পাদক অরিন্দম ঘোষ বলেন এই নাট্য উৎসবে যেমন দক্ষিণবঙ্গের বহরমপুরের ঋত্বিক নাট্য সংস্থা,নদিয়ার কল্যানির সৌপতিক নাট্য সংস্থা অংশগ্রহণ করবে,তেমনি উত্তর বঙ্গের মালদার থিয়েটার প্লাটফরম,কোচবিহারের কম্পাস ও উত্তর দিনাজপুর জেলার বিচিত্রা নাট্য সংস্থাও তাদের সংস্থার নাট্য প্রদর্শন করবে বলে জানান।কালিয়াগঞ্জে উত্তর-দক্ষিণ নাট্য উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে বলে জানা যায়।