January 11, 2025

বেলুড় রামকৃষ্ণমঠ ও মিশনের উদ‍্যোগে নিবেদিতা কাপ ফুটবল টুর্ণামেন্ট

1 min read
কৌশিক ঘোষ(হাওড়া) :- রবিবার দুপুর থেকে বেলুড়ের রামকৃষ্ণমিশন বিএড কলেজ মাঠে  রামকৃষ্ণ মিশন ও মঠের  অধীনস্থ ১৬টি স্কুল কে নিয়ে  নিবেদিতা কাপ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট শুধু হল। মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর অনুপ্রেরণায় রামকৃষ্ণমঠ মিশন বেলুড় মঠের উদ‍্যোগে সাংসদ প্রসূন ব‍্যানার্জীর সহায়তায় ও ভগিনী নিবেদিতার জন্মর ১৫০বছর পূর্তিকে স্মরণে রেখেই এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
 উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ প্রসূন ব‍্যানার্জী, হাওড়ার পুলিশ কমিশনার ডি.পি.সিং,হাওড়া পৌরনিগমের পৌরপিতা পল্টু বনিক, রামকৃষ্ণমঠ মিশন (বেলুড় মঠের) সম্পাদক, সাধারণ সম্পাদক সহ আন‍্যান‍্য মহারাজ গন,ইন্দ্রনীল বসু,পৌরপিতা কৈলাস মিশ্র, রাজীব থামান, সুবির রাউত, বলরাম ভট্রাচার্য, রেওয়াজ আহমেদ,

পৌরমাতা বেবি জানা,চৈতালি বিশ্বাস প্রমুখরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *