১৮ নং আসনে জেলা পরিষদ তৃণমূল প্রার্থী আসীম ঘোষ আজ কালিয়াগঞ্জের বিডিওর কাছে পুনর্গণনার দাবি জানালেন
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১৮নম্বর আসনের পরাজিত জেলা পরিষদ প্রার্থী তথা তৃণমূল রাজ্য কংগ্রেসের সম্পাদক অসীম ঘোষ সামান্য ভোটে হেরে যাবার কারনে জেলার রিটার্নিং অফিসার তথা জেলা শাসকের কাছে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আবেদন করলেন বলে জানা যায়।
অসীম ঘোষ জানান ভোট গণনার দিন অপ্রতুল আলো থাকার জন্য তিনি বারবার বিডিওকে অভিযোগ জানিয়েছিলেন।কিন্তু বিডিও এ ব্যাপারে তার কথায় গুরুত্ব দেননি।রাত্রি দেড়টার সময় বিরোধীরা তাকে হারাবার জন্য নানাবিধ ব্যবস্থা নিয়েছিল বলে তার মনে হয়েছে।
অসীম বাবু বলেন তার মনে হয়েছে মাত্র ৫৯৬ ভোটে তিনি কোন ভাবেই হারতে পারেনা তার দৃঢ় বিশ্বাস।তাই যদি পুনরায় জেলা পরিষদের ১৮নম্বর জেলা পরিষদের আসনে পুনরায় ভোট গণনা করা হয় তাহলে তার জয় নিশ্চিত বলেই তিনি মনে করেন।কালিয়াগঞ্জ ব্লকের বিডিও মঃ জাকারিয়া বলেন তিনি ১৮নম্বর জেলা পরিষদের আসনের পরাজিত প্রার্থী অসীম ঘোষের আবেদন পেয়েছেন জেলা রিটার্নিং অফিসার প্রশাসনিক ভাবে যা ব্যবস্থা নেবার তিনিই সিদ্ধান্ত নেবেন ।