'নাসা'-তে রায়গঞ্জের ছেলে, গর্বিত জেলাবাসি ,আনন্দিত রায়গঞ্জ পৌরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস
1 min read
রায়গঞ্জ :উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর ঘড়ের স্বপ্রভ দে পাড়ি দিচ্ছে নাসা তে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস অফ ম্যাথমেটিক্স এ প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিলো এই তরুন।তার পড়েই সবুজ সিঙ্গাল আসে ‘নাসা’তে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র স্বপ্রভ দে। রায়গঞ্জ পৌরপরিবার স্বপ্রভের এই সাফল্যে খুবই গর্বিত ও আনন্দিত। স্বপ্রভ দে এই সাফল্যে রবিবার সন্ধ্যায় এলাকার রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দিপ বিশ্বাস ও বিশিষ্টশিক্ষক মহাশয়গণ ও এলাকার সুধী নাগরিকগণ রা বীরনগরের বাড়ীতে গিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন স্বপ্রভ দে কে পাশাপাশি সম্বর্ধনা দিতে গিয়ে পৌরপতি পিতা-মাতা ও পরিবারের ভূয়সী প্রসংশা করেন।পৌরপতি বলেন-” স্বপ্রভ এই সাফল্যে আমরা সমস্ত রায়গঞ্জবাসী তথা জেলাবাসী আনন্দিত ও গর্বিত। স্বপ্রভর উচ্চতর ভবিষ্যৎ উন্নতি আমাদের বারেবারে গর্বিত করে তুলুক-এই প্রার্থনা করছি” সমাজের বুকে আরো বড়ো হোক
রায়গঞ্জের বীরনগর এলাকার বাসিন্দা ছাত্র স্বপ্রভ জানিয়েছে এই সাফল্যে সে ভীষণ খুশি,সে ভবিষ্যতে বড়মাপের বিজ্ঞানী হতে চায়।