এ কেমন ভালোবাসা একে অপরের রক্তের চুষে খেয়ে জীবনযাপন করেন এরা।
1 min read
বর্তমানের কথা:-সুখকর।এমনটাও কখোনো শুনেছেন কি?নিজেদের ‘ভ্যাম্পায়ার দম্পতি’ হিসেবে দাবি করেছেন এক দম্পতি। তারা নিজেদের ভালোবাসার বন্ধন আরও অটুট রাখতে একে অন্যের রক্ত খেয়ে জীবনযাপন করছেন। সম্পর্ক আরও সুন্দরও মধুময় করতে একে অপরের হাত কেটে নিজেদের রক্ত চুষে খান তারা। আর তা কিনা যৌনতার থেকেও আরও নাকি সুখকর।এমনটাও কখোনো শুনেছেন নাকি!