' চলো যাই ' পর্ব- 1
1 min readদেবাঞ্জলী চক্রবর্তী ” ধারতি কা স্বোয়ার্গ ” —- ঠিক ধরেছেন, এই গরমে প্রখর দাবদাহে যখন জীবন ত্রাহি ত্রাহি তখন একটু দৈনন্দিন জীবনে শীতলতার স্পর্শ পেতে আমরা “চলো যাই” টিম পৌছে গেছি মানালি তে। হিন্দিতে মানালিকে ” ধারতি কা স্বোয়ার্গ বলে। হিমাচল প্রদেশের বিয়াস নদীর উপত্যকায় সমুদ্রপৃস্ঠ থেকে প্রায় 2050 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর মানালি। পূরাণ মতে হিন্দু মনু দেবতার নামানুসারেই এই শহরের নামকরন। প্রায় 40,000 হাজার লোকের বাস মানালিতে । এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই মোহিত হতে হয় যে নিজের অজান্তেই কখন যেন আপনি স্বর্গীয় অনুভূতিতে হারিয়ে যাবেন। মানালিতে দর্শনীয় স্থান অনেক যেখানে গেলে মনে হয় ‘ আবার আসিব ফিরে’ । সোলাং ভ্যালি: অ্যাডভ্যানচার প্রেমীদের জন্য এটি খুব প্রসিদ্ধ জায়গা। রোটাং পাস যাওযার পথে এই স্থান পড়ে । মানালি থেকে 14 কি.মি দূরে সোলাং ভ্যালি ।
এইখানে বহু লোকের সমাগম হয় স্নান করার জন্য । এছাড়াও এখানে একটি গুরুদুযার আছে। মানালিতে যাওযার সঠিক সময় এপ্রিল থেকে জুন । এই সময় এখানকার আবহাওয়া মনোরম থাকে ।
এছাড়াও এখানে অনেক লজ্ এমনকি বাঙালী হোটেলও আছে । এই রে, বাঙালী হোটেল বলতে মনে পড়ল বলে এসেছিলাম সন্ধ্যায় ফিরে মাছ ভাজা আর কফি খাব।আজ তবে আসি বন্ধুরা, কাল আমি আবার জানাবো বাকী স্থানগুলো।