January 11, 2025

কালিয়াগঞ্জের প্রতীতির উদ্যোগে সাহিত্য ও সংগীত সন্ধ্যা

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রবিবার সন্ধ্যায় উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ  শহরের ৪২বছরের ভ্রাম্যমাণ সাহিত্য,সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা প্রতীতির উদ্যোগে কালিযাগঞ্জ শহরের স্কুলপাড়ার প্রয়াত কবি,সাহিত্যিক ও শ্রদ্ধেয় শিক্ষক বৈদ্য নাথ চক্রবর্তীর বাস গৃহে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাহিত্য ও সংগীত সন্ধ্যার আসর। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী লানতিতি কিস্কু।কবিতা পাঠ করে শোনায় সুমেধা চৌধুরী।কবিতা পাঠ করে শিশু শিল্পী নুমেল কিস্কু| কবি অরুন কুমার দাস প্রাত্যহিক জীবনে রবীন্দ্র নাথের প্রভাব নিয়ে সহজ ও সাবলিল ভাবে সুন্দর আলোচনা করেন।স্বরচিত কবিতা পাঠ করেন ডাঃ  অনাথ বন্ধু মাহাতা।স্বরচিত কবিতা পাঠ করেন অনিন্দিতা চক্রবর্তী।সঙ্গীত শিল্পী অরুন কুমার ঘোষ রবীন্দ্রসঙ্গীত  ও নজরুল গীতি পরিবেশন করে  সবার প্রসংশা পান।অনুষ্ঠানেরাজ কুমার জাজো দিয়া কবিগুরু

রবীন্দ্র নাথ সম্পর্কে একটি প্রবন্ধ পাঠ করে শোনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *