January 11, 2025

কিভাবে নিপা ভাইরাস ছড়াচ্ছে ।তা থেকে কিভাবে বাঁচবেন জানেন কি?

1 min read
প্রথমে নিপা ভাইরাস কেরালা রাজ্যে থাবা বসালেও, ক্রমশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আমাদের রাজ্যও এই তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে ক্রমশ রাজ্যবাসীকে আতঙ্কিত করে তুলছে নিপা ভাইরাস। কিন্তু বেশ কিছু উপায় অবলম্বন করলে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। যেমন বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত মৌসুমী ফল যেমন লিচু, আম, পিয়ারা এমুহুর্তে না খাওয়াই ভালো। কেননা রাতের বেলা এই সমস্ত ফলের গাছ বাদুড়েরা যাতায়াত করে ফল খাওয়ার জন্য। আর সেইকারণে ওই ফলে বাদুরের লালা ও প্রস্রাব লেগে থাকে। এছাড়া গাছের গোড়ায় পড়ে থাকা ফল যেমন বাদাম, জামরুল, জাম, আম ইত্যাদি কুড়িয়ে না খাওয়াই ভালো।কেননা এক্ষেত্রে বেশিরভাগ ফলেই বাদুরে কামড় বসায়। পাশাপাশি অসুস্থ বাদুড় ও শুকরের থেকে দূরে থাকাই শ্রেয়। কেননা বাদুর ও শুকরের মল-মূত্র থেকেই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এছাড়াও আক্রান্ত রোগীর সেবা করলেও প্রয়োজন ছাড়া তার থেকে দূরে থাকা এবং নিজে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও বারবার হাত ধোওয়ার প্রয়োজন। প্রসঙ্গত কেউ যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন তাহলে ৪ থেকে প্রায় ৪৫ দিন লেগে যায় রোগের লক্ষণ ফুঁটে উঠতে। এক্ষেত্রে উপসর্গ হিসেবে দেখা দিতে পারে জ্বর, বমি, শ্বাসনালীতে প্রদাহ সহ একাধিক সমস্যা। কোনও ব্যক্তির শরীরে যদি উক্ত সমস্যার লক্ষণ দেখা দেয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, অযথা আতঙ্কিত হবেন না বা আতঙ্ক ছড়াবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *