January 11, 2025

গলায় ভাত আটকে মৃত্যু হল ৭ মাসের শিশুর

1 min read
বর্তমানের কথা  গলায় ভাত আটকে মৃত্যু হল ৭ মাসের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে নবদ্বীপ থানার গাদিগাছায়। মৃত শিশুর নাম তুষার দেবনাথ। পরিবার সূত্রে জানাগেছে পেশায় তাঁত শ্রমিক তাপস দেবনাথের ৭ মাসের একমাত্র সন্তানকে মা সোমা দেবনাথ দুধ ভাত খাওয়াতে গিয়ে শিশুটির গলায় ভাত আটকে যায়। শ্বাসকষ্ট হতে থাকলে শিশুটিকে মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পর এলাকায় নেমে এসেছে গভীরশোকের ছায়া। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *