আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক
1 min readআগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার দন্ডপানিতলাঘাট রোডে। ধৃতের নাম উত্তম সাহা। বাড়ি দন্ডপানিতলায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক নবদ্বীপ সোনাপট্টিতে একটি সোনার দোকানের কারিগর। বুধবার রাতে দন্ডপানিতলাঘাট রোডে এক বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় টহলরত পুলিশের গাড়ি দেখে সরে পড়তে যায় ওই যুবক। কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। তারাই তাকে ধরে ফেলেন তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্রটি। পালিয়ে যায় সঙ্গে থাকা অপর এক যুবক। তার সন্ধানে খোঁজ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্তকে অস্ত্র আইনে আজ নবদ্বীপ আদালতে পাঠানে হয়।