উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
1 min read
বিনোদ রুনটা :বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্দ্যেগে কর্নজোড়ায় একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।রক্ত দান শিবিরের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিংহ।
রক্ত দান শিবিরে মোট ৪১জন রক্ত দান করে বলে জানাযায়।। পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন রক্ত দানের অপর নাম জীবন দান। রক্ত দানের মাধ্যমে সমাজের অনেক বড় উপকার করে যেতে পারে।
এদিনের রক্ত দান শিবিরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকেতা ফোনিন,ডিএসপি সুরজিৎ দে, প্রসাদ প্রধান, আর আই সঞ্জয় থাপা, এম টি ও শম্ভু স্বর্ণকার আর ও প্রসেনজিৎ সরকার।কর্নজোড়ার পুলিশ কর্মীরা এই রক্ত দান শিবিরে রক্ত দান করে বলে জানা যায়।