January 11, 2025

ফরাক্কার ফিডার ক্যানেলের গঙ্গায় একটি ম্যাজিক গাড়ি উল্টে জখম পাঁচ

1 min read

ফরাক্কার ফিডার ক্যানেলের গঙ্গায় একটি ম্যাজিক গাড়ি উল্টে জখম পাঁচ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে। জখম যাত্রীরা জানাই ফিডার ক্যানেলের রাস্তা দিয়ে একটি মটর বাইক নিউ ফরাক্কা থেকে এনটিপিসির দিকে যাচ্ছিল আর একটি যাত্রী বাহী ম্যাজিক রাধানগর থেকে নিউ ফরাক্কা আসছিল। সেই সময় মটর বাইকে বাঁচাতে গিয়ে ম্যাজিক নিয়ন্ত্রন হারিয়ে গঙ্গার জলে পরে যায়। ঘটনা স্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। জখম ব্যক্তিদের নিয়ে যায় এনটিপিসি হাসপাতালে। সাত জন যাত্রীর মধ্যে পাঁচ জন জখম। একজন গুরুত্বর জখম হওয়ায় চিকিৎসকরা তাকে মালদা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *