গ্রীষ্মকালিন রক্তের সমস্যা মেটাতে কালিয়াগঞ্জ পুরসভায় রক্ত দান শিবির
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুপ জয়সোয়াল ঃ- গ্রীষ্মকালিন সময়ে প্রতিবছর রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব দেখা দেয়। এই অভাব মেটাতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থা,ক্লাব এগিয়ে আসে রক্ত দান শিবিরের মধ্য দিয়ে। রক্তদান হল মহান দান। কারো দান করা রক্ত অপর এক মমূর্ষ রোগীর প্রান বাচানো যায়। আর এই রক্ত দান শিবির করে নজর গড়ে থাকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। এই রক্তদান শিবির এক মহামিলন উৎসবে পরিনত হয় প্রতিবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারো এই রক্তদান শিবিরে কোন প্রকার ক্ষামতি নেই। ক্ষামতি থাকবেই বা কেন ? এই শিবিরে ৫০/৬০ পাউচ রক্তে শিমিত থাকে না। কালিয়াগঞ্জ পুর এলাকার ১৭ টি ওয়ার্ডের মহিলা ও পুরুষেরা উৎসাহর মধ্য দিয়ে ৩০০ শোর বেশি পাউচ রক্ত দান করে থাকে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে। যা প্রতিবার জেলায় মধ্যে নজর কাড়া রক্ত দান শিবির হিসাবে পরিচিতি লাভ করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারের রক্ত দান শিবিরে পুর প্রধানের এই মহান উদ্যোগের সাড়ায় এগিয়ে আসেন কালিয়াগঞ্জের বেশ কিছু সাংবাদিকেরাও। কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল জানান, কালিয়াগঞ্জ পুর সভার পক্ষ থেকে প্রতিবারি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটানোর জন্য। গতবার ৩০১ জন রক্ত দান করেছিল এবারের তাদের আশা তার চেও বেশি এবার রক্ত দান হবে। কারন রক্ত দানের মধ্য দিয়ে অপর এক মমূর্ষ রোগীর প্রান বাচানো সম্ভব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});