দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালকসহ চারজন
1 min read
দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালকসহ চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার আলতাপুর এলাকার ৩৪ নাম্বার জাতীয় সড়কে। আহতদের করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার আলতাপুর এলাকার ৩৪ নাম্বার জাতীয় সড়কে দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় সংঘর্ষের আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় করনদিঘী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। দুর্ঘটনায় দুটি লড়ির চালক লড়ির মধ্যে আটকে থাকে। স্থানীয় বাসিন্দারা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। ওই দুই চালকের অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনার জেরে ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। দুটি
লড়িকে আটক করেছে পুলিশ।