January 11, 2025

মাত্র ৫ মিনিটের ব্যবধানে জন্ম দুই ভাই সুমন্ত চক্রবর্তি ও সায়ন চক্রবর্তি

1 min read
বিশ্বজিৎ মন্ডল,মালদা,মাত্র ৫ মিনিটের ব্যবধানে জন্ম দুই ভাই সুমন্ত চক্রবর্তি ও সায়ন চক্রবর্তি। দুজনেই এবছর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে  মাধ্যমিকে উত্তীর্ন হয়েছে। সুমন্তর প্রাপ্ত নম্বর ৬১৪ ও সায়নের প্রাপ্ত নম্বর ৬৪২ । একজনের স্বপ্ন ইঞ্জিনিয়ার , অন্যজনের স্বপ্ন ডাক্তার।বাবা পাম্প অপেরেটর, মা গৃহবধূ, বর্তমানে রামনগর কাছারি সংলগ্ন এলাকায় অস্থায়ী ঠিকানা । আর্থিক দুর্দশা ও বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও জীবনের প্রথম বড় পরীক্ষায় বড়সড় সাফল্য লাভ করল দুই যমজ ভাই।  বাবা সমীরণ চক্রবর্তি ও মা সবিতা চক্রবর্তি  জানালেন যে ছোটবেলা থেকেই দুই ভাই পরাশুনায় ভাল। একদিকে যেমন আর্থিক সংকট তেমনি পরীক্ষার ঠিক কিছুদিন আগেই জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্যে তাঁদের বসবাসের বাডিটুকু ও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় তারা নিজ গৃহহীন হয়ে অন্য বাড়িতে ভাড়া থাকা অবস্থায় নিজেদের পরিশ্রম ও জেদের জোরে পরীক্ষায় সফলতা পেয়েছে।  আর্থিক সংকটের জন্য তাঁরা তাঁদের দুই ছেলের ভবিষ্যতে উচ্চ শিক্ষার খরচ বহন করতে অসক্ষম ,তাই চোখে জল নিয়ে বাবা মা-এর আবেদন যদি কোন সহৃদয় ব্যক্তি দুই ছেলের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহায়তা করেন তাহলে হয়তো তাদের স্বপ্ন পূরণ হতে পারে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী সুরাত্মানন্দ মহারাজ জানালেন সুমন্ত ও সায়ন পড়াশুনায় মধ্যম প্রকৃতির ছাত্র ছিল। কিন্তু মাধ্যামিক পরীক্ষায় তারা ভাল ফল করেছে। যদিও তাদের পরিবারের পক্ষ থেকে তাদের আর্থিক সংকটের কথা বিদ্যালয়ে জানানো হয়নি, কিন্তু আর্থিক অভাবের দরুন কোন মেধাবী ছাত্রের উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে তা বিদ্যালয় কর্তৃপক্ষ হতে দেবেন না। বিদ্যালয়ের তরফ থেকে উচ্চমাধ্যমিক স্তরে তাদের সবরকম সহায়তা করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *