January 11, 2025

গ্রামের মহিলাদের স্বনির্ভর করার তাগিদে জেলা শিল্প দপ্তরের উদ্যোগে ৪৩ জন মহিলাদের সেলাই মেশিন দেওয়া হল

1 min read
তপন চক্রবর্তী  অনুপ জয়সোয়াল:  গ্রামের মহিলাদের স্বনির্ভর করার তাগিদে জেলা শিল্প দপ্তরের উদ্যোগে ৪৩ জন মহিলাদের সেলাই মেশিন দেওয়া হল। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের ৪৩ জন মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। 

          ৪৩ জন মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়   ছবি ঃ- শঙ্কর  গুপ্তা                                                     

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শশী কুমার চৌধূরী, জেলা শিল্প আধিকারিক সুনিল সরকার,কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ আরো অনেকে। এদিন এই সেলাই মেশিন দুলি পেয়ে খুশি স্বনির্ভর দলের মহিলারা।
                                                                                                         ছবি ঃ- শঙ্কর  গুপ্তা
উল্লেখ্যে কালিয়াগঞ্জ ব্লকে প্রচুর পরিমানে পাট উৎপাদন হয়। সেই কারনে রাজ্য সরকারের উদ্যোগে ও জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের দুইটি জায়গায় অভিগ্য প্রশিক্ষকের দারা গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের হাট দিয়ে তৈরী করা বিভিন্ন সামগ্রীর উপররে প্রশিক্ষন দেওয়া হয়। যাতে তারা আগামীদিনে এক কাজ শিখে নিজেরা স্বনির্ভর হয়।
                                        জেলা শিল্প আধিকারিক সুনিল সরকার                        ছবি ঃ- শঙ্কর  গুপ্তা
 সেই সব মহিলাদের মধ্যে ৪৩ জন মহিলাদের এই কাজ যাতে আগামী দিনে চালিয়ে যায়, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনেই সেলাইয়ের কাজ করতে পারে সেই কারনে তাদের আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয় বিনা মূল্যে।
                                                    অতিরিক্ত জেলা শাসক শশী কুমার চৌধূরী                                       ছবি ঃ- শঙ্কর  গুপ্তা
 তাদের হাতে সেলাই মেশিন গুলি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *