January 11, 2025

উচ্চ মাধ্যমিকে ৪৮১ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করল রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপম পাল

1 min read
চিন্ময় দত্ত। রায়গঞ্জ ঃ-  উচ্চ মাধ্যমিকে ৪৮১ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করল রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপম পাল।রূপমের বাড়ি ঝিটকিয়া এলাকায়। রুপম এর এই ফলে খুশি তাঁর পরিবার পরিজনেরা।বিজ্ঞান বিভাগের ছাত্র রুপম বাংলায় ৯২, ইংরেজিতে ৮৭, রসায়নে ৯৭, অংকে ৯৭, পদার্থ বিদ্যায় ৯৪ এবং বায়োলজিতে ৯৯ পেয়েছে। ভবিষ্যৎ এ ইজ্ঞিনিয়ারিং নিয়ে পড়বে রুপম। 
রুপমের বাবা শ্যামল পাল ক্ষুদ্র ব্যাবসায়ী।ঝিটকিয়া বিবেকানন্দ মন্দিরের প্রাক্তন ছাত্র রুপম গ্রামে থেকেই পড়াশোনা করত। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় সে। খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যায়  এতবড় সাফল্য আসবে  ভাবতে পারেনি রুপম।রুপম বলে সকলের সহযোগিতা পাওয়ায় এত বড় সাফল্য এসেছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *