দেবজ্যেতি কাজল ও মতিউর রহমান মিলনের যৌথ সম্পাদনায় কাঁটা তারের এপার ওপার
1 min read
তপন
চক্রবর্তী–উত্তর দিনাজপুর–এপার বাংলা ওপার বাংলার ২০জন কবি ও
সাহিত্যিকদের এপার বাংলার কবি দেবজ্যোতি কাজল ও ওপার বাংলার কবি মতিউর রহমান
মিলনের যৌথ সম্পাদনায় এই কাঁটা তারের এপার ওপার কবিতা গুচ্ছ কবিতার বইটি প্রকাশ
হয়।কবিতার বইটিতে ওপার বাংলার কবি মহম্মদ রহমতুল বারি, বিশ্বনাথ লাহা,সুকুমার সরকার,শুভ,অমল রজক,মতিউর রহমান মিলন,মোহাম্মদ রাশেদুল
হক,মাসুম খান,স্নিগ্ধ
সত্তা(সুলেখা সরকার)সুমন কর,সামিয়া ইতি,পুরব ব্যনার্জি, মোরশেদুল সামিন শাহিন,লীনা দাস,তোহাদ্বেষ শেখ,রাজদেব মন্ডল,অভিজিৎ দাস,রায়হান সেলিম,দেবজ্যোতি কাজল ও
খিয়াম কাদের।: কবি সুকুমার
সরকার এই বইটির ভূমিকায় বলেছেন কবি হিসাবে আমাদের পরিচয় রাজার কাননে আমরা গোলাপ,চামেলি,জুই ফুলের মত
নয়।
চক্রবর্তী–উত্তর দিনাজপুর–এপার বাংলা ওপার বাংলার ২০জন কবি ও
সাহিত্যিকদের এপার বাংলার কবি দেবজ্যোতি কাজল ও ওপার বাংলার কবি মতিউর রহমান
মিলনের যৌথ সম্পাদনায় এই কাঁটা তারের এপার ওপার কবিতা গুচ্ছ কবিতার বইটি প্রকাশ
হয়।কবিতার বইটিতে ওপার বাংলার কবি মহম্মদ রহমতুল বারি, বিশ্বনাথ লাহা,সুকুমার সরকার,শুভ,অমল রজক,মতিউর রহমান মিলন,মোহাম্মদ রাশেদুল
হক,মাসুম খান,স্নিগ্ধ
সত্তা(সুলেখা সরকার)সুমন কর,সামিয়া ইতি,পুরব ব্যনার্জি, মোরশেদুল সামিন শাহিন,লীনা দাস,তোহাদ্বেষ শেখ,রাজদেব মন্ডল,অভিজিৎ দাস,রায়হান সেলিম,দেবজ্যোতি কাজল ও
খিয়াম কাদের।: কবি সুকুমার
সরকার এই বইটির ভূমিকায় বলেছেন কবি হিসাবে আমাদের পরিচয় রাজার কাননে আমরা গোলাপ,চামেলি,জুই ফুলের মত
নয়।
দেবজ্যেতি কাজল |
আমাদের পরিচয় বাংলা প্রকৃতিতে অযত্নে লালিত লাল,নীল,বেগুনি হলুদ,সাদা নানান রঙের ঘাসফুল কাশফুলের মতো। তবে
প্রতিবাদ একটি আছে, কাঁটা তারে বিদ্ধ
হবার বিরুদ্ধে প্রতিবাদ।দেব্যজোতি কাজলের জন্ম অধুনা বাংলাদেশের বগুড়া জেলার শের
পুর শহরে।১৯৮৩সাল থেকে তিনি তার লেখালেখি শুরু করেন।কবিতা ও ছোট গল্প দিয়ে তার
সাহিত্য জগতে প্রবেশ।মূলত তিনি ছিলেন চিত্র শিল্পী।১৯৮৪সালে তার জীবনে চরম অন্ধকার
নেমে আসে। এক দূরারোগ্য ব্যাধিতে চলাচল শক্তি প্রায় হারিয়ে ফেলেন।বর্তমানে তিনি
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনিতে বসবাস করেন।
প্রতিবাদ একটি আছে, কাঁটা তারে বিদ্ধ
হবার বিরুদ্ধে প্রতিবাদ।দেব্যজোতি কাজলের জন্ম অধুনা বাংলাদেশের বগুড়া জেলার শের
পুর শহরে।১৯৮৩সাল থেকে তিনি তার লেখালেখি শুরু করেন।কবিতা ও ছোট গল্প দিয়ে তার
সাহিত্য জগতে প্রবেশ।মূলত তিনি ছিলেন চিত্র শিল্পী।১৯৮৪সালে তার জীবনে চরম অন্ধকার
নেমে আসে। এক দূরারোগ্য ব্যাধিতে চলাচল শক্তি প্রায় হারিয়ে ফেলেন।বর্তমানে তিনি
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনিতে বসবাস করেন।
কবিতা লিখার সাথে
সাথে হাওযায় গীটার তার জীবনের একমাত্র সঙ্গী।১৯৮৮সালে বাংলাদেশের শেরপুর সাহিত্য
চক্রের পক্ষ থেকে কিশোর সাহিত্য পুরস্কার পান।১৯৯১সালে বাসতাম,আজও ভালোবাসি
নামে ছোট গল্পের বই প্রকাশ ও ২০০৯ সালে তিনি বৃষ্টি কথা নামে কাব্যগ্রন্থ প্রকাশ
করেন।কাঁটা তারের এপার ওপারের অপর সম্পাদক বাংলাদেশের মতিউর রহমানের জন্ম বাংলাদেশের বগুড়া জেলার বাগড়া গ্রামে।
সাথে হাওযায় গীটার তার জীবনের একমাত্র সঙ্গী।১৯৮৮সালে বাংলাদেশের শেরপুর সাহিত্য
চক্রের পক্ষ থেকে কিশোর সাহিত্য পুরস্কার পান।১৯৯১সালে বাসতাম,আজও ভালোবাসি
নামে ছোট গল্পের বই প্রকাশ ও ২০০৯ সালে তিনি বৃষ্টি কথা নামে কাব্যগ্রন্থ প্রকাশ
করেন।কাঁটা তারের এপার ওপারের অপর সম্পাদক বাংলাদেশের মতিউর রহমানের জন্ম বাংলাদেশের বগুড়া জেলার বাগড়া গ্রামে।
মতিউর রহমান মিলন |
কবিতা,গল্প ও উপন্যাস
সবক্ষেত্রেই তার অবাধ বিচরণ।তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আমি তুমি আর
চাঁদ, কাব্যগ্রন্থ,বইমেলা২০১২,নিষিদ্ধ রমণী পাঠ,মনের ভাঁজ,নীল নদীদের
উঠান।সম্পদনা করেন আদ্যাক্ষর।বইটির
বিনিময় মূল্য ২০০টাকা হলেও কাছে রাখার মত।প্রচ্ছদ ও অক্ষরবিন্যাসে–অংশুমান
ব্যনার্জী।প্রকাশক-বিরেশ্বর মাইতি,নিও পাবলিকেশন,কলকাতা।