বর্ষার আগে বেলুড়ে নিকাশি সংস্কার
1 min read
কৌশিক ঘোষ,হাওড়া: হাওড়া পৌরনিগমের ৫৬ নৎ ওয়ার্ডে র বেলুড় আঙ্চলের পৌরপিতা পল্টু বনিকের উদ্যোগে বর্ষার আগেই নিকাশিনালা সংস্কারের কাজ শুরু হয়ে গেল। বেলুড়ের খামারপাড়া রেললাইন সংলগ্ন ড্রেন সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানের ড্রেন এর পলি ময়লা তুলে সাংস্কারের কাজ চলছে জোর কদমে। বর্ষায় জাতে ওই অঙ্চলে জল না দাড়িয়ে যায় তাই এই উদ্যোগ বলে জানান স্হানীয় পৌরপিতা পল্টু বনিক।