উত্তর দিনাজপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় এবং পর্যটন স্থান গুলির ছবি এবং বিবরণ দিয়ে আনুষ্ঠানিক ভাবে একটি বই প্রকাশ হলো
1 min read
শুভজিৎ চৌধুরী, উত্তর দিনাজপুর, ১১ জুন: উত্তর
দিনাজপুর জেলার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় এবং পর্যটন স্থান গুলির ছবি এবং বিবরণ
দিয়ে আনুষ্ঠানিক ভাবে একটি বই প্রকাশ হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের
মিটিং হল বিবেকানন্দ সভাগৃহে।
দিনাজপুর জেলার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় এবং পর্যটন স্থান গুলির ছবি এবং বিবরণ
দিয়ে আনুষ্ঠানিক ভাবে একটি বই প্রকাশ হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের
মিটিং হল বিবেকানন্দ সভাগৃহে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী
গৌতম দেব, পঞ্চায়েত ও গ্রাম
উন্নয়ন পতিমন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, ইসলামপুরের
বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া সহ আরও
বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বইটিতে স্থান পেয়েছে ইসলামপুরের সাপনিকলা ফরেস্ট, রায়গঞ্জের কুলিক
পক্ষীরালয় সহ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন রাজ ও জমিদার বাড়ি গুলি। অনুষ্ঠানের শুরুতে
মন্ত্রী এবং বিধায়ক মিলে বইটি উন্মোচিত করেন।
গৌতম দেব, পঞ্চায়েত ও গ্রাম
উন্নয়ন পতিমন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, ইসলামপুরের
বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া সহ আরও
বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বইটিতে স্থান পেয়েছে ইসলামপুরের সাপনিকলা ফরেস্ট, রায়গঞ্জের কুলিক
পক্ষীরালয় সহ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন রাজ ও জমিদার বাড়ি গুলি। অনুষ্ঠানের শুরুতে
মন্ত্রী এবং বিধায়ক মিলে বইটি উন্মোচিত করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারপর অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে
একটি করে বই তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, জেলার বিভিন্ন
পর্যটন এবং দর্শনীয় স্থান গুলিকে ছবি এবং বিবরণ সহ এই পুস্তকে দেখানো হয়েছে। কুলিক
পক্ষীরালয়কে জেলার মূল পর্যটন স্থান হিসেবে ধরে তার পাশাপাশি কুলিক পক্ষীরালয়ে
ঘুরতে এসে পর্যটকরা যাতে জেলার আরো বিভিন্ন স্থান গুলিতেও ঘুরতে পারে তাই
ইসলামপুরের সাপনিকলা ফরেস্ট টিকেও পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও
বলেন, কুলিক নদীকে
ভালোকরে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।ঊল্লেখ্য বইটির নাম দেওয়া হয়েছে
“উত্তর দিনাজপুর – দ্যা ক্রেডেল অফ এথনিক হেরিটেজ”
একটি করে বই তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, জেলার বিভিন্ন
পর্যটন এবং দর্শনীয় স্থান গুলিকে ছবি এবং বিবরণ সহ এই পুস্তকে দেখানো হয়েছে। কুলিক
পক্ষীরালয়কে জেলার মূল পর্যটন স্থান হিসেবে ধরে তার পাশাপাশি কুলিক পক্ষীরালয়ে
ঘুরতে এসে পর্যটকরা যাতে জেলার আরো বিভিন্ন স্থান গুলিতেও ঘুরতে পারে তাই
ইসলামপুরের সাপনিকলা ফরেস্ট টিকেও পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও
বলেন, কুলিক নদীকে
ভালোকরে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।ঊল্লেখ্য বইটির নাম দেওয়া হয়েছে
“উত্তর দিনাজপুর – দ্যা ক্রেডেল অফ এথনিক হেরিটেজ”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Not to worry brand cialis online
how to buy priligy im 16 years old Side Effects of Tadalista
Generic Cialis Soft is for sale in the online pharmacy, and you will pay for every pill by 3 times cheaper buy cialis online in usa
If you are looking for a generic erection medicine that also includes a couple of other common erectile dysfunction medications, best generic cialis
Jane Frederick, reproductive endocrinologist at HRC Fertility in Orange County, California. buy clomid online no prescription uk
does doxycycline treat pneumonia Recently, automated complete blood count machines have taken advantage of the fact that reticulocytes will absorb certain stains, and these machines can directly measure the reticulocyte count via flow cytometry.