গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগে কম্পিউটারের সামগ্ৰি চুরি
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগে কম্পিউটারের সামগ্ৰি চুরি। সোমবার সাড়ে ১০ টা নাগাদ কর্মীর এসে দেখেন ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। তাতেই সন্দেহ হয়।
এরপরই নজরে আসে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নেই। গোটা বিষয়টি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে জানিয়েছেন ইঞ্জিনিয়ার অর্নিবান গুন। জানানো হয়েছে ইংরেজবাজার থানায়। তদন্তে নেমেছে পুলিস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। তারপরও কি করে এই চুরির ঘটনা ঘটে তা নিয়ে ধন্ধে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী, আধিকারিকেরা। অনেক তথ্য মজুত ছিল।
সি সি টিভি ফুটেজে এক যুবককে কম্পিউটার সামগ্রী নিয়ে বের হতে দেখা যাচ্ছে। কে সে? চিহ্নিত করে ঘটনার তদন্ত শুরু করতে চলেছে পুলিশ।