পূর্ব বর্ধমান জেলায় নতুন পুলিশ সুপার পদে যোগ দিলেন ভাস্কর মুখার্জ্জী
1 min read
রাহুল রায়,পূর্ব বর্ধমান: সোমবার আনুষ্ঠানিকভাবে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে যোগ দিলেন ভাস্কর মুখার্জ্জী (আইপিএস)। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কুণাল আগরওয়াল এদিনই দায়িত্বভার ভাস্কর মুখার্জ্জীর হাতে অর্পণ করে বীরভূমের জেলা পুলিশ সুপার হিসাবে যোগ দিতে রওনা হলেন।কুণাল আগরওয়াল জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের টীম ওয়ার্ক অত্যন্ত ভালো। ভাল অভিজ্ঞতা নিয়েই তিনি ৩ বছর এই জেলায় কাটিয়ে গেলেন। অন্যদিকে নবনিযুক্ত পুলিশ সুপার ভাস্কর মুখার্জ্জী এদিন জানিয়েছেন, সবেমাত্র তিনি দায়িত্বভার নিলেন। তাই এখনই তিনি কোনো মন্তব্য করবেন না।