4d1f96ed-9982-43b4-9e30-1c957ae92997

নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল বের হল নববর্ষের সন্ধ্যায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬.এপ্রিল শুভ নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করলো উত্তর দিনাজপুর তৃণমূলের যুব কংগ্রেস। জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণের নেতৃত্বে এই শোভাযাত্রাটি বের হয়।সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।

এ মিছিলের প্রধান বৈশিষ্ট্য ছিল মুখা শিল্পীরা সারা শহর নৃত্যের মাধ্যমে রাস্তার দুইধারের মানুষদের আকৃষ্ট করে থাকে। এই মিছিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রদেশ নেতা অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিং, উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান শচীন দেব সিং, কালিয়াগঞ্জ শহর তৃণমূলের টাউন কংগ্রেস সভাপতি রাজীব সাহা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *