0227ef20-5e1e-4fe5-a0cb-b624664788f2

প্রতীতি’র সাহিত্য অধিবেশনেএবারে আলোচনার বিষয়ছিল উৎসব সংখ্যার পত্রিকা সমালোচনা

প্রদীপ কুমার রায় (কালিয়াগঞ্জ)ঃ-প্রতিবারের মতই এবারও সুষ্ঠ ভাবে সুসম্পন্ন হলো কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহি সাহিত্য ,সংস্কৃতিও কৃষ্টি বিষয়ক ভ্রাম্যমান সংস্থা প্রতীতি’র অনুষ্ঠান বৃহস্পতিবার ।8০তম বর্ষের দ্বাদশ এই অধিবেশনটি অনুষ্ঠিত হয় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় রোডে প্রতীতি’র যুগ্ম সম্পাদিকা সুমনা গুহ মহাশয়ার নিজ বাসভবনে। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার সভাপতি স্বর্ণময় অধিকারী। এবারের অধিবেশনের বিষয় ছিল প্রতীতি’র সদ্য প্রকাশিত প্রতীতি সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যার পর্যালোচনা।প্রত্রিকায় প্রকাশিত লেখাগুলির পর্যালোচনায় অংশগ্রহণ করে পত্রিকার যুগ্ম সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি বলেন,একটি পত্রিকা প্রকাশ করা পরিশ্রম সাধ্য বিষয়।

 

লেখা নির্বাচন ও সংগ্রহ করতে অনেক অসুবিধা হলেও প্রতীতির সকল সদস্য ও পত্রিকা কমিটির সকলের সহযোগিতায় পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়েছে।উপসমিতির সদস্য ডঃ কাঞ্চন কুমার দে আগামী সংখ্যায় যাতে আরো ভালোমানের লেখা প্রকাশ করা যায় সে বিষয়ে চেষ্টা করা হবে বলে মত প্রকাশকরেন।প্রতীতি’র বর্তমান পরিচালন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য তপন কুমার চক্রবর্তী যে সমস্ত কবি ও লেখকরা পরিশ্রম করে পত্রিকা প্রকাশ করতে এগিয়ে এসেছেন,আগামীতেও তারা আরো ভালো ভালো লেখা নিয়ে প্রতীতি’র প্রকাশে এগিয়ে আসবেন মলে মত প্রকাশ করেন।উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য ,বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী বলেন পত্রিকায় প্রত্যেক কবি ও লেখকরা যথেষ্ঠ পরিশ্রম করে তাদের সেরা লেখাটি দিয়ে পত্রিকা প্রকাশে সহযোগিতা করেছেন।এছাড়াও পত্রিকা পর্যালোচনায় অংশগ্রহণ করেন প্রিয়ব্রত রায় ,মৃনময় কর যুগ্ম সম্পাদক বিপুল কুমার মৈত্র সহ অন্যরা।শিশুশিল্পী কঙ্কণা দে ও বিশিষ্ট আবৃতি শিক্ষিকা সুজাতা দত্ত সুন্দর ভাবে আবৃতি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষিকা শ্যামলি সরকার। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মৌুসুমি বিশ্বাস ও প্রিতম বিশ্বাস।অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রতীতি’র যুগ্ম সম্পাদিকা সুমনা গুহ।আপ্যায়ন ছিল লোভনিয়।উল্লেখ্য প্রতীতি’র আগামী অধিবেশ আগামী ২৫শে বৈশাখ,স্কুল পাড়ায় মাননীয়া সুজাতা দত্ত’র বাস ভবনে হবে বলে প্রতীতি সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *