vlcsnap-2025-04-15-00h09m48s864

দমকল কেন্দ্র অগ্নি নির্বাপন উদযাপন সপ্তাহে মানুষদের সচেতন করতে গ্যাস থেকে আগুন ধরলে কিভাবে রক্ষা করা যায় তা দেখিয়ে হাতে কলমে বুঝিয়ে দিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ এপ্রিল:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শিমুল তলায় আজ সোমবার থেকে আগামী ২০ এপ্রিল অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে সচেতনতা শিবিরকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ দমকল বাহিনীর আধিকারিকরা বাড়িতে গ্যাস থেকে আগুন ধরলে কোন সহজ পদ্ধতিতে অতি অল্প সময়ে নিভানো যায় তার হাতে নাতে একটি প্রশিক্ষণ দিয়ে বেশ কিছু মানুষদের সচেতন করলো।

কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ সঞ্জয় দে সরকার তিনি নিজে গ্যাসে আগুন ধরিয়ে দিয়ে সেটি কোন সহজ পদ্ধতিতে নেভানো যায় তার প্রতিটি উপায় সাধারন মানুষদের উপকারের জন্য জলের মত বুঝিয়ে দিলেন।উপস্থিত বিভিন্ন বাড়ির গৃহিণীরা অতি সহজে বোঝায় তারা কালিয়াগঞ্জ দমকল বাহিনীর অফিসার ইনচার্জ সঞ্জয় দে সরকারকে তাদের গ্যাসের আগুন থেকে সচেতন করার জন্য ধন্যবাদ জানান।সচেতন শিবিরে প্রচুর মহিলারা উপস্থিত থাকার সাথে সাথে পুরুষরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ দমকল বাহিনীর সমস্ত আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *