নব নিযুক্ত জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি (আই.এ.এস) কে সম্বর্ধনা জ্ঞাপন করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 12:06:18:-দক্ষিণ দিনাজপুর জেলার নব নিযুক্ত জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি (আই.এ.এস) কে সম্বর্ধনা জ্ঞাপন করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব l
সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা শাসক শ্রী শরদকুমার দ্বিবেদকেও পুস্পস্তবক দিয়ে সম্মানিত করাহয় l দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী অনুপ রতন মোহন্ত,সম্পাদক শ্রী শঙ্কর কুমার রায় ও অন্যান্যরা উপস্থিত ছিলেন lনবনিযুক্ত জেলা শাসক শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির CEO পদে তিনি কর্মরত ছিলেন l আজ তিনি জেলা শাসক হিসেবে দায়িতভার বুঝে নেন l