বেআইনী ভাবে মাটি কাটার প্রতিবাদ করায় ৩ গ্রামবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ইটভাটার মালিক সহ ৫ জনের বিরুদ্ধে
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা:বেআইনী ভাবে মাটি কাটার প্রতিবাদ করায় ৩ গ্রামবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ইটভাটার মালিক সহ ৫ জনের বিরুদ্ধে। আক্রান্ত ৩ জনের মধ্যে ২জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। একজনের চিকিৎসা চলছে রতুয়া গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রতুয়া থানায়। এই ঘটনায় একজনকে আটক করলেও মূল অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যায় রতুয়া থানার ছারকাটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম আরজাল সেখ(৪০), নজরুল ইসলাম(৪৫) এবং আকবর হাজী(৫০)। অভিযুক্ত বাদিরুদ্দিন সেখ,নাইমুল সেখ সহ পাঁচজন। জানা গিয়েছে বাদুরুদ্দিনের লোকজন ইট তৈরীর জন্য বেআইনিভাবে মাটি কাটছিল আরজালদের পাশের জমি থেকে। সেই ঘটনায় বাধা দিতে যায় আরজালরা। তখনই লাঠিসোটা নিয়ে আরজালদের উপর চড়াও হয় বদরুদ্দীন শেখের লোকেরা। বেধড়ক মারধর করে তারা। জানা গিয়েছে বদরুদ্দীন সেখরা তৃণমূল আশ্রিত। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। সেখান থেকে আরজাল সেখ এবং নজরুল সেখকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তাদের সেখানেই চলছে চিকিৎসা। তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করলেও মূল অভিযুক্তরা পলাতক।