পূর্ব বর্ধমানের হোমিওপ্যাথিচিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ডাক্তার জগন্নাথ মুখোপাধ্যায়
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের হোমিওপ্যাথিচিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ডাক্তার জগন্নাথ মুখোপাধ্যায় 1987 সাল থেকে তিনি এই পেশার সঙ্গে যুক্ত ।তিনি শুধু পেশাকে পেশা বলে নেননি কিছুটা নেশার মত নিয়েছেন নানান ভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছেন এজন্য cancer institute of homeopathy উদ্যোগে তাকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 2011 সালের 27 শে নভেম্বর। হোমাই বাংলার প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্ধমান জেলার দায়িত্ব তিনি ছিলেন এখনও পর্যন্ত বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ করেন তিনি। তাই ডাক্তারি জগতে তার জুড়ি মেলা ভার কখনো পয়সা নেননা, কখনো আবার নিজের থেকে ওষুধ কিনে রোগীদের চিকিৎসা করেন তিনি এলাকার মানুষের
কাছেই তিনি স্বনামধন্য।