January 11, 2025

সরকারি উদাসীনতায় জল থেকেও জল নেই কুমারগঞ্জের বিস্তীর্ণ এলাকায়

1 min read

কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ) 15 জুন:- সরকারি উদাসীনতায়
জল থেকেও জল নেই
কুমারগঞ্জের বিস্তীর্ণ এলাকায় lদক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ
এর মোহনা ভৌর
পঞ্চায়েত এলাকায় বিষাক্ত ফ্লুরাইড এর প্রাদুর্ভাব বেশি থাকায় সরকারি
উদ্যোগে সজল ধারা প্রকল্পের
অধীনে কয়েক কোটি টাকা
খরচ করে পরিশ্রুত পানিও
জলের ব্যবস্থা করেছিল প্রশাসন l কিন্তু
এই সমস্ত জলের স্পাউট
গুলি থেকে পরিশ্রুত পানীয়
জল পানের সুযোগ আর
হয়ে ওঠেনি স্থানীয় গ্রামবাসীদের
l
  কোটিকোটি টাকা খরচ করে
পাইপ লাইনের মাধ্যমে গ্রামের
প্রতিটি মহল্লায় স্পাউট বসানো হলো
কিন্তু গ্রাম বাসীদের দীর্ঘদিনের
স্বপ্ন অধরাই থেকে গেলো
সরকারি উদাসীনতায় lকুমারগঞ্জের ভৌর পঞ্চায়েতের তুরীপাড়া,সিং পাড়া,মণ্ডপ
পাড়া,নিমপাড়া ,খাড়ি পাড়া,পলি
পাড়া মোহনা পঞ্চায়েতের
বড়ম,গোবিন্দপুর,তাজপুর,পিরোজপুর প্রভৃতি
গ্রাম প্রায় ১০০%  তফসিলি  উপজাতি  অধ্যু ষিত মানুষের বসবাস,মানুষের  আর্থিক
সঙ্গতিও তথৈবচ,পানীয়জলের  সমস্যা মেটানোর জন্য
বছর দুয়েক আগে তৈরিহয়েছিলো
এই জলের আঁধার গুলি
,কিন্তু মানুষের প্রাথমিক চাহিদা আজও অধরা,জল সরবরাহ দিন
দশেক চলেই বন্ধ পিএঈচই ভূমিকা নিয়ে
প্রশ্ন তুলছেন বাসিন্দারা lস্থানীয়
বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে
জানান এযেন সরকারি অর্থের
হরিলুট I স্থানীয় যুবক বিভাস সরকার
জানান  আমরা
মেরেকেটে দিন দশেক জল
পেয়েছি ,তারপর থেকে যে
কি কারণে পরিশ্রুত পানিয়
জল সরবরাহ বন্ধ তার
উত্তর আজও আমরা পাইনি
I  এপ্রসঙ্গে
কুমারগঞ্জ এর যুগ্ম সমষ্টি
উন্নয়ন আধিকারিক শ্রী ক্ষেমসুন্দর মন্ডল
জানান  এরকম
কোনো অভিযোগ আমাদের কাছে
ছিলোনা ,আপনার কাছেই জানলাম
,PHE দপ্তর কে জানাবো Iএবিষয়ে টিচার ইন চার্জ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *